নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারতীয় রেলে বন্ধ হতে চলেছে ব্রিটিশ আমলের ‘খালাসি’ প্রথা। এই খালাসিরা মূলত কাজ করতেন রেলের বাংলোগুলিতে বিভিন্ন আধিকারিকদের বাড়িতে। রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই পদে আর নতুন কোনো নিয়োগ করা হবে না।

৬ আগস্ট রেলমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেলিফোন এটেন্ডেন্ট কাম ডাক খালাসি পদে কোনো নতুন নিয়োগ হবে কিনা সে বিষয়টি রেলমন্ত্রকে আলোচনাধীন। সে কারণে এই মুহূর্তে এই পদে কোনো নতুন নিয়োগ সংক্রান্ত কোনো নির্দেশও জারি হবেনা।
Railways set to end colonial-era khalasi system; no fresh recruitment to the post, according to official order
— Press Trust of India (@PTI_News) August 7, 2020
এই বিজ্ঞপ্তির মাধ্যমে রেলের সব শাখাতে বিষয়টি জানিয়ে দেওয়া হয় যে যদি পরবর্তীকালে রেলওয়ে বোর্ডের সিদ্ধান্তের পরিবর্তন হয় সেক্ষেত্রেও নতুন বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হবে। কিছুদিন আগে রেলমন্ত্রক জানায় যে ডাক খালাসি পদের অবলুপ্তি ঘটতে চলেছে আগামীদিনে।
আরও পড়ুনঃ নতুন শিক্ষানীতি অনুযায়ী কীভাবে চিন্তা করতে হবে তা শেখানো হবেঃ মোদী
যে সময় এই পদ তৈরি হয়েছিল সে সময়কার যোগাযোগ ব্যবস্থা যেরকম ছিল তাতে নথিপত্র আদানপ্রদানের জন্য ডাক খালাসির প্রয়োজন হতো, আজকের যোগাযোগ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই পদ একেবারেই অপ্রয়োজনীয়। এছাড়াও কোভিড ১৯ পরবর্তী পর্যায়ে রেলমন্ত্রকের খরচ কমানো এবং আয় বৃদ্ধি একটি প্রধান উদ্দেশ্য। এই পরিস্থিতিতে খরচ কমানোর যা কিছু উপায় হাতে আছে তার মধ্যে এই পদের অবলুপ্তিও একটি পথ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584