নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
শুধুমাত্র পরিষেবা দেওয়াই নয়, দুঃস্থ রোগীদের পরিবারের জন্য প্রয়োজনে ভাড়া কমাতেও রাজি হচ্ছেন অ্যাম্বুলেন্স চালকরা। তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত করে নো রিফিউজাল ব্যবস্থা চালু করেছেন। এই কথা লেখা বোর্ডও ঝোলানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে।
চালকদের দাবি, বিপদের মুখে মানুষকে পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কোনওভাবেই যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে কোনও রোগীকে ভুগতে না হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ লকডাউনে ভবঘুরে-দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণে এল “মিশন ডেভলপমেন্ট ডুয়ার্স”
লকডাউনের জেরে অনেকেরই বর্তমানে আর্থিক সমস্যা হচ্ছে। তাই অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে যাতে তাঁদের কোনও সমস্যা না হয় সে দিকটা খেয়াল রাখতেই এমন সিদ্ধান্ত বলে দাবি করেছেন রায়গঞ্জের অ্যাম্বুলেন্স চালকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584