কোন ভারতীয় পড়ুয়াকে পণবন্দী করেনি ইউক্রেন, বিবৃতি কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের

0
64

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনো আটকে রয়েছেন কয়েক হাজার ভারতীয় ছাত্রছাত্রী। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে দুই ভারতীয় ছাত্রের। এই পরিস্থিতিতে বুধবার রাতে রাশিয়ার তরফে দাবি করা হয় যে, বেশ কিছু ভারতীয় পড়ুয়াকে পণবন্দী করেছে ইউক্রেন সেনা বাহিনী। ‘মানব ঢাল’ হিসেবে তাদের ব্যবহার করা হবে। তবে রাশিয়ার এই দাবি উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, কোন ভারতীয় পড়ুয়াকে পণবন্দী করে রাখা হয়নি।

Indian students in Kharkiv
খারকিভে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা, ছবি: টুইটার

কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বৃহস্পতিবার সকালে এই ইস্যুতে বিবৃতি দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী একটি টুইট করে জানিয়েছেন, “ভারতীয় পড়ুয়াদের পণবন্দি হওয়ার বিষয়ে কোনও খবর এখনও আমাদের কাছে নেই। খারকিভ-সহ ইউক্রেনের পশ্চিম অংশে আটকে থাকা পড়ুয়াদের বের করে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য ইউক্রেন প্রশাসনের কাছে আর্জি জানিয়েছি আমরা। দ্রুত ব্যবস্থা হবে।” এমনকি রাশিয়াও নাকি আশ্বাস দিয়েছে যে, সীমান্তে পৌঁছতে পারলে প্রয়োজনে রুশ উড়ানে করে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরত পাঠাবে তারা।

বুধবার রাতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে দাবি করে যে, ইউক্রেনীয় সেনা খারকিভে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রেখেছে। তাদের ‘মানব বর্ম’ হিসেবে ব্যবহার করতে চায় ইউক্রেন। স্বাভাবিকভাবেই এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন সে দেশে থাকা ভারতীয় পড়ুয়াদের পরিবারও।উল্লেখ্য, শুধুমাত্র খারকিভেই চার হাজার ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ কোটি টাকা ডোনেশন ছাড়া আসন পায় না দেশের যোগ্য পড়ুয়ারাঃ ক্ষুব্ধ ইউক্রেনে মৃত ছাত্রের বাবা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here