এমএলএ হোস্টেলে আগ্নেয়াস্ত্র সহ প্রবেশ নিষেধ দেহরক্ষীদের, নির্দেশ কলকাতা পুলিশের

0
42

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এখন কোনো কোন বিধায়কের নিরাপত্তারক্ষী আগ্নেয়াস্ত্র সহ প্রবেশ করতে পারবেন না বিধায়ক আবাসনে। এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ, বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে যাঁরাই রয়েছেন তাঁদের সকলের জন্যই প্রযোজ্য এই নির্দেশ জানা গিয়েছে পুলিশ সূত্রে।

MLA hostel | newsfront.co
ছবি: সংগৃহীত

ডিসি সাউথ আকাশ মাঘারিয়া জানিয়েছেন, বিধানসভার স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। নিরাপত্তার ক্যাটাগরির ওপর নির্ভর করে বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র থাকে নিরাপত্তারক্ষীদের কাছে। রাজ্যপুলিশ ব্যবহার করে নাইন এমএম রিভলবার, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে ইনসাস , একে-৪৭ এইসব বড় স্বয়ংক্রিয় রাইফেল।

জানা গিয়েছে, রিভলবারের মতো ছোট আকারের আগ্নেয়াস্ত্র রাখার জন্য বিধায়ক আবাসনের গেটের কাছে সিসিটিভি নজরদারিতে থাকা একটি ঘরে থাকবে আলমারি। যেখানে ছোট আগ্নেয়াস্ত্র রাখা যাবে। নিরাপত্তারক্ষীও মোতায়েন থাকবে সেখানে। আর বড় আগ্নেয়াস্ত্র জমা রাখা যাবে নিকটবর্তী পার্ক স্ট্রিট থানায়।

আরও পড়ুনঃ প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরতদের ধর্মঘট নিষিদ্ধ করে অর্ডিন্যান্স জারি করল মোদি সরকার

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চাইলে তাঁদের আগ্নেয়াস্ত্র পার্ক স্ট্রিট থানাতেও রাখতে পারেন, আবার বারাক বা অন্য কোথাও ও রাখতে পারেন। কিন্তু এমএলএ হোস্টেলে কোনওভাবেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ বিধায়কদের হুইপ জারি তৃণমূলের,আজ বিধানসভায় উপস্থিতি আবশ্যিক

উল্লেখ্য, আজ থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। আর একটু দূরবর্তী জেলাগুলির বিধায়করা অনেকেই এসময় এমএলএ হোস্টেলে থেকে যান তাঁদের নিরাপত্তারক্ষী সহ। কিন্তু এবার থেকে রাখা যাবে না আগ্নেয়াস্ত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here