দাঙ্গায় অভিযুক্তদের সংবেদনশীল তথ্য সংবাদমাধ্যমকে দেওয়া যাবে নাঃ দিল্লি হাইকোর্ট

0
65

ওয়েব ডেস্ক, দিল্লিঃ

দিল্লি রায়টে অভিযুক্তদের সম্পর্কে সংবাদমাধ্যমকে কোন সংবেদনশীল তথ্য দেওয়া যাবে না। এই মর্মে দিল্লি পুলিশকে নোটিশ পাঠালো দিল্লি হাইকোর্ট।

Delhi Riots | newsfront.co
ফাইল চিত্র

ফেব্রুয়ারি ২০২০ দক্ষিণ পূর্ব দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় অভিযুক্ত এক ব্যক্তি একটি রিট পিটিশন দাখিল করেন, তাতে তিনি অভিযোগ করেছিলেন দিল্লি পুলিশ তাঁর সম্পর্কে বিভিন্ন সংবেদনশীল তথ্য সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করছে।

আসিফ ইকবাল তনহা, যিনি দক্ষিণ পূর্ব দিল্লির দাঙ্গার একজন অভিযুক্ত মাত্র, তিনি এই রিট পিটিশনটি ফাইল করেন যে, দিল্লি পুলিশ তাঁর সম্পর্কে এমন সব তথ্য সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করছে যার ফলে সংবাদমাধ্যমগুলি লিখছে যে তিনি নাকি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তিনিই দিল্লি দাঙ্গায় উস্কানি দিয়েছেন এবং দাঙ্গা সৃষ্টি করেছেন।

আরও পড়ুনঃ পুলওয়ামা হত্যাকান্ডে চার্জশিট দাখিল করল এনআইএ

তিনি জানিয়েছেন পুলিশ হেফাজতে থাকাকালে তাঁকে বিভিন্ন কাগজে সই করতে বাধ্য করে পুলিশ এবং স্বীকারোক্তির বয়ান তৈরি করে দেয়। এইসব তথ্য পুলিশ ইছাকৃত ভাবে সংবাদমাধ্যমকে দিচ্ছে এবং সংবাদমাধ্যম তার ভিত্তিতে আসিফ ইকবাল সম্পর্কে বিভিন্ন সংবেদনশীল খবর পরিবেশন করছে। বলা যায় তাঁকে দোষী সাব্যস্ত করেই ফেলেছে মিডিয়া।

আরও পড়ুনঃ প্রশান্ত ভূষণের আদালত অবমাননা মামলায় রায় দান স্থগিত রাখল সুপ্রিমকোর্ট

তিনি আদালতের কাছে আবেদন করেন ফেসবুক, ইউটিউব থেকেও যাতে তাঁর সম্পর্কে এইসব তথ্য সরিয়ে নেওয়া হয়। অভিযুক্ত আবেদন করেন আদালত যাতে একটি নির্দেশিকা তৈরি করে দেয় যে, তদন্তের অধীন ফৌজদারি মামলাগুলির খবর পরিবেশন সম্পর্কে।

বিচারপতি বিভু ভিকরুর বেঞ্চ এই মামলার পরিপ্রেক্ষিতে নোটিশ দেন দিল্লি পুলিশ এবং দিল্লি সরকারকে যে এই তদন্তের কোনো তথ্য সংবাদমাধ্যমকে দেওয়া যাবে না এবং আগামী শুনানি হবে ১১ সেপ্টেম্বর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here