ভেস্তে গেল বাম-কংগ্রেস আসন সমঝোতার প্রথম বৈঠক

0
140

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের আসন রফা নিয়ে প্রথমবারের বৈঠক ভেস্তে যায় বলে খবর। এদিন জোটের সলতে পাকাতে আলোচনায় বসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টপাধ্যায়, সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায় ও আরএসপি-র মনোজ ভট্টাচার্য।

CPIM Congress | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, বৈঠকে ১৪৫টি আসনের দাবি জানায় কংগ্রেস। তবে কংগ্রেসকে এতগুলি আসন ছাড়তে নারাজ সিপিএম। শুধু তাই নয়, বাম শরিকদের যে এলাকাগুলিতে এখনও শক্তি রয়েছে, সেখানেও আসন দাবি করেছে কংগ্রেস। নিজেদের ক্ষতি করে কংগ্রেসের হাত ধরতে নারাজ বাম শরিকরা।

তাদের বক্তব্য, বাংলায় যে এলাকাগুলিতে শক্তি রয়েছে, সেগুলিও ছেড়ে দিলে দলের আর অস্তিত্ত্ব থাকবে না। কর্মী-সমর্থকরাও উৎসাহ হারাবেন। এরপর বামেদের তরফ থেকে কংগ্রেসের ওপর কম আসন নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তখন কংগ্রেসের তরফে আব্দুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্য বলেন, তাঁদের তরফে অধীর চৌধুরী ও নেপাল মাহাতো এদিনের বৈঠকে অনুপস্থিত। তাই তাঁদের পক্ষ থেকে এবিষয়ে আর কথা বলা যাবে না।

আরও পড়ুনঃ পদত্যাগী লক্ষ্মীর ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা

অন্যদিকে শরিকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জোটে অনাগ্রহী বলে জানিয়ে দেয় সিপিএমও। ২০১৬ সালে বাম-কংগ্রেসের খাতায়-কলমে জোট হয়নি, তা ছিল নির্বাচনী সমঝোতা। সে কারণে বেশ কিছু আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইও হয়েছিল। ২০১৬ সালে সিপিএম লড়েছিল ১৪৮টি আসনে। ১১টি আসনে সিপিআই। আরএসপি ১৯টি আসনে। ফরওয়ার্ড ব্লক, ডিএসপি ও এনসিপি যথাক্রমে ২৫, ২ ও ১টি আসনে প্রার্থী দিয়েছিল।

বাংলায় বিজেপিকে জমি ছাড়া যাবে না বলে দুই শিবিরই একমত। তৃণমূলকে আক্রমণের প্রশ্নেও একসুর বিমান বসু ও প্রদীপ ভট্টাচার্যের। তবে আসন সমঝোতা নিয়ে এখনও কণ্টকাকীর্ণ জোটের পথ। ২০১৯ সালে তো এই আসন রফা না হওয়াতেই ভেস্তে গিয়েছিল যাবতীয় আলোচনা। আলাদা আলাদা লড়াই করেছিল বাম-কংগ্রেস।

আরও পড়ুনঃ হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বৈশালি ডালমিয়া

সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দুই শিবিরের শীর্ষ নেতাদের নমনীয় হওয়া উচিত বলেই মনে করছেন জোটপন্থীরা। অন্যদিকে, ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চের শুরুতে ব্রিগেড সমাবেশের সিদ্ধান্ত নিয়েছেন বাম-কংগ্রেস নেতৃত্ব।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন,’আমরা একসঙ্গে নির্বাচনে লড়াই করব। একসঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে লড়াইয়ের কথাও বলব।’ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের কথায়,’সব দলের সর্বভারতীয় নেতৃত্ব থাকবে। আমরাও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে এই সমাবেশে থাকার জন্য অনুরোধ করব।’

তার আগে ২৩, ২৬ ও ৩০ জানুয়ারি যৌথ কর্মসূচি করতে চলেছে বাম-কংগ্রেস। ২৩ তারিখ মহাজাতি সদন থেকে মিছিলে হাঁটবেন নেতারা। ২৬শে জানুয়ারি মানব বন্ধন ও ৩০শে জানুয়ারি মৌলালি থেকে বেলেঘাটা গান্ধী আশ্রম পর্যন্ত দুই শিবিরই মিছিল করবে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here