নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অচলাবস্থা কাটাতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। মামলাকারী নন্দলাল তিওয়ারির আর্জি, সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার চালু করতে হস্তক্ষেপ করুক আদালত। সোমবার মামলার শুনানিতে আন্দোলনকারীদের ৪ প্রতিনিধির সাথে কথা বলেন বিচারপতিরা। কিন্তু তাতেও কাটলো না জট।
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে লাগাতার ‘কর্মবিরতি’। পুজোর সময় থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। সরকারি হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে ফিরে গিয়েছেন বহু রোগী। তবে শেষ পর্যন্ত কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে কাজে যোগ দিয়েছেন হাউস স্টাফরা। আন্দোলন থেকে সরে গিয়েছেন পিজিটি-দের একটা বড় অংশ। কাজে ফিরতে আগ্রহ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন ইন্টার্নরাও।
আরও পড়ুনঃ বেসরকারি নার্সিংহোমগুলিকে নিতে হবে স্বাস্থ্যসাথী কার্ড, নির্দেশ অমান্য করলে বাতিল হবে লাইসেন্সঃ মমতা
এদিন মামলার শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। আন্দোলনকারীদের চার প্রতিনিধিকে আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করেন দুই বিচারপতি। কিন্তু তাতে ফল হয়নি। আন্দোলন প্রত্যাহারে রাজি নন জুনিয়ার ডাক্তাররা। আগামী ২৯ অক্টোবর, সকাল ১১টার সময় স্বাস্থ্যসচিবকে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে ২ নভেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584