দিল্লিতে ভয়াবহ পরিস্থিতি! শ্মশানে মৃতদেহ পোড়ানোর জায়গা নেই, জায়গা নেই কবরেও

0
157

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লিতে মৃতের সংখ্যা প্রতিদিন সাড়ে তিনশ ছাড়াচ্ছে। গতকাল দিল্লিতে মারা গিয়েছেন ৩৫৭ জন, তার আগের দিন ৩৪৮, আজ এখনো পর্যন্ত ৩৫০ জন। গত সপ্তাহে দিল্লিতে প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে ৩০৪ জনের। প্রতিদিন এত মৃতদেহ সৎকার করতে হিমশিম খাচ্ছেন শ্মশানঘাট আর কবরখানার কর্মচারীরা।

covid deaths | newsfront.co
ছবি সৌজন্যেঃ পিটিআই

দিল্লির সরাই কালে খান শ্মশানে দৈনিক ২২ টি দেহ সৎকারের ব্যবস্থা আছে। আর এখন রোজই সেখানে আসছে ৬০ থেকে ৭০ টি মৃতদেহ। বাধ্য হয়ে শ্মশানের আশেপাশে আরও ১০০টি দেহ সৎকারের বেদী তৈরি করার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ মাদ্রাজ হাইকোর্টের তিরস্কারের মুখে নির্বাচন কমিশন, ভোট গণনা বন্ধের হুমকি

আজ রাতের মধ্যে খুব বেশি হলে ২০টি নতুন বেদী বানানো যাবে।বাকি ৮০টি বানাতে আরও অন্তত দিন চারেক সময় লাগবে। শ্মশানের কর্মচারীদের উপর সম্প্রতি কাজের চাপ এতটাই বেড়ে গেছে যে অনেক সময় মৃতের পরিবারের লোকজনের সাহায্য নিতে হচ্ছে।

প্রায় একই চিত্র দিল্লির বাকি ২৫টি শ্মশান আর কবরখানায়। স্তূপাকার হয়ে চলেছে মৃতদেহ। সামাল দিতে পারছেন না কর্মীরা। চরমে পৌঁছেছে করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ। এ চিত্র শুধু দিল্লির এমনটা নয়, মৃতদেহ নিয়ে হিমশিম অবস্থা অন্য রাজ্যেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here