ইন্টারভিউ স্হগিতাদেশ মামলা খারিজ সুপ্রিমকোর্টৈ

0
2360

নিজস্ব সংবাদদাতা,দিল্লী:-

সুপ্রিমকোর্ট মাদ্রাসা কমিশন ইন্টারভিউ প্রসেস করার অনুমতি দিল।দীর্ঘ তিন বৎসর পরীক্ষার বাদে মাদ্রাসা সার্ভিস কমিশন 6th SLST পাশকরা সফল পরীক্ষার্থীদের ইন্টারভিউ শুরু হচ্ছে আগামী কাল ১৮ই নভেম্বর থেকে। প্রসঙ্গত ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিসনকে 6th SLST সিলেকসন প্রসেস চালু অনুমতি দেয়,কিন্ত অ্যাপয়েন্টমেন্ট কোর্টের অনুমতি সাপেক্ষ।দীর্ঘ ফোরামের অান্দোলন ফলে সরকার গ্রীন সিগন্যালের ফলে কমিসন যে মুহুর্তে ইন্টারভিউ শুরু করতে যাচ্ছে সেই মুহুর্তে ইন্টারভিউয়ের উপর স্হগিতাদেশ চেয়ে সুপ্রিমকোর্টে
মামলা করে কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসার ম‍্যানেজিং কমিটি ।

আজ সেই মামলার শুনানি শুরু হয় সকাল১০:৩০টায় আজ সুপ্রিমকোর্টৈর ১০নম্বর কোর্টে ।ম‍্যানেজিং কমিটির পক্ষে আ্যডভোকেট বিকাশ রন্ঞ্জন ভট্টাচার্য্য সিলেকশন প্রসেসের উপর স্গগিতাদেশ চাইলেও বিচারপতি শ্রী অরুন কুমার মিশ্র ও নাগেশ্বর রাও-এর ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেন,১১সেপ্টেম্বর হাইকোর্টের রায় বহাল করেন, কমিসন সিলেকশন প্রক্রিয়া কনটিউনিউ করতে পারবে, কিন্তু আ্যপয়েন্টমেন্টের জন্য সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হবে।

আজ শুনানির পর

সুপ্রিমকোর্টে রায় প্রসঙ্গে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সভাপতি ইসরারুল হক মন্ডল দিল্লী থেকে আমাদের প্রতিনিধিকে প্রতিক্রিয়া দেন-” দীর্ঘ দুইবৎসর সুপ্রিমকোর্টে কমিসন সংক্রান্ত মামলা চলছে,আজ সুপ্রিমকোর্টে স্পষ্ট রায় প্রদান করল কমিসন সিলেকশন প্রক্রিয়া করতে পারবে।এটা থেকেই বোঝা ফাইনাল রায় কি হবে”।

কিন্তু ডিএমই কর্ওৃক বাতিল করা ১০% ম্যানেজমেন্ট কোটায় ৪২ জনের চাকুরি চেয়ে ম‍্যানেজিং কমিটির করা কন্টেম পিটিশন বিষয় টা কোর্ট শুনেনি এবং কোন অর্ডার দেয়নি।আগামী ৯ জানুয়ারি মূল মামলার ফাইনাল রায় হবে।

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here