ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দেশদ্রোহিতা মামলায় রবিবারের বিশেষ শুনানিতে সাংবাদিক বিনোদ দুয়াকে সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। তাঁকে আগামী ৬ই জুলাই পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে তদন্তের উপর কোন স্থগিতাদেশ দিতে অস্বীকার করে জাস্টিস ইউ ইউ ললিত, জাস্টিস এম এম শান্তনাগৌদর ও জাস্টিস বিনীত শরনের বেঞ্চ।
রবিবারের বিশেষ শুনানিতে শীর্ষ আদালত জানায় যে সাংবাদিক বিনোদ দুয়াকে হিমাচল প্রদেশ পুলিশের তদন্তে সাহায্য করতে হবে। এছাড়াও তাাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা খারিজ করতে অস্বীকার করে শীর্ষ আদালতের এই বেঞ্চ কেন্দ্র ও হিমাচল প্রদেশ সরকারকে এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায়।
চলতি বছরে দিল্লি দাঙ্গার উপর বিনোদ দুয়ার এক ইউটিউব শো’এর ভিত্তিতে শিমলার এক বিজেপি নেতা দেশদ্রোহিতার অভিযোগ আনেন।মৃত্যু ও সন্ত্রাসবাদী হামলাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট পাওয়ার জন্য কাজে লাগান বলে সাংবাদিক বিনোদ দুয়া তাঁর ইউটিউব শোতে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন:টানা অষ্টম দিন, হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম
বিজেপির স্থানীয় নেতা অজয় শ্যামের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা ছাড়াও তিনটি ধারায় মামলা রুজু করে হিমাচল প্রদেশ পুলিশ। পাঠানো হয় হাজিরা দেওয়ার আইনি নোটিশ। উত্তরে তিনি স্বাস্থ্যজনিত ও করোনা অতিমারির কারণে দেখিয়ে জানান যে তার পক্ষে সংশ্লিষ্ট থানায় উপস্থিত হওয়া সম্ভব নয়। তিনি দারস্থ হন শীর্ষ আদালতের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584