নেই দাম তার উপর দুর্যোগ, কপালে ভাঁজ আলুচাষীদের

0
120

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

No value of cultivation
নিজস্ব চিত্র

ফলন অধিক,দাম নেই আলুর তার উপর প্রাকৃ্তিক দুর্যোগ। গতকাল থেকে শুরু হওয়া ঝড়বৃষ্টিতে সাঁড়াশি আক্রমনে আলু চাষীরা।বৃষ্টির জেরে আলু জমিতে জল জমেছে, এতেই কপালে চিন্তার ভাঁজ চাষীদের।কেননা দিন দশেক পরেই মাঠের আলু তোলার কথা।জমিতে জল জমায় আলু পচনের আশঙ্কায় চাষীরা।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার দুটি ব্লকেই এবছর আলুর ফলন ভালোই হয়েছে।

ইতিমধ্যে বাজারে আলুর দাম অর্ধেকের কম।যেখানে পাঁচ ছশো টাকা কুইন্টাল হলে চাষের খরচ টুকু বাঁচে, সেদিক দিয়ে এই মহুর্তে তিনশো টাকার কাছাকাছি চলছে আলুর দাম।আলু নেওয়ার আগ্রহ নেই ব্যবসায়ীদের।তার উপর আবহাওয়া দপ্তরের পুর্বাভাস মতো টানা দুদিন ঝড়বৃষ্টির আশঙ্কা।সেই মতো গতকাল রাত থেকে দফায় দফায় সারা রাতই,ঝড় সাথে ভারি বৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ বর্ধমানে ঋনের দায়ে আত্মঘাতী আলুচাষী

এদিন সকালেও হাল্কা মাঝারি বৃষ্টি হয়েছে। আকাশের মুখভার এখনও। আর এতেই আলু চাষীদের মুখভার বৃষ্টির জেরে। মাঠে হেক্টরের পর হেক্টর জমিতে আলু রয়েছে,কয়েকদিন পরই তা তোলার কথা।বৃষ্টির জেরে আলু জমিতে জল জমেছে। কোথাও কোথাও আলু জলে ভাসছে।এতে আলুতে পচন ধরবে,যার জেরে আলু তোলার আগেই ক্ষতির মুখে পড়তে হবে চাষীদের।

যতটুকু বাঁচানো যায় সকাল থেকে কোদাল হাতে আলু জমির জল কাটাতে ব্যস্ত চাষীরা। নালা করে জমিতে জমা জল কাটিয়ে বের করার চেষ্টা চলছে।বাজারে আলুর দাম নেই,তার উপর মাঠেই জমা জলে আলুর পচনের আশঙ্কায় মাথায় হাত চাষীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here