যুদ্ধে গণধর্ষিতা ও গণধর্ষিতাদের চিকিৎসক পেলেন শান্তিতে নোবেল

0
171

ওয়েবডেস্কঃ-

যুদ্ধে গণধর্ষণের শিকার ও তাদের চিকিৎসক পেলেন শান্তিতে নোবেল।যুগ্মভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ইরাকের মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর গাইনোকলোজিস্ট ড্যানিস মুকওয়েগে।

পোস্ট ফ্রান্সিসের সঙ্গে নাদিয়া

শান্তিতে নোবেলের জন্য ডোনাল্ড ট্রাম্প, কিম জন উন্নতি, পোস্ট এফ্রান্সিস সহ মোট ৩৩১ জনের নাম মনোনীত হয়েছিল। তাদের মধ্যে নোবেল কমিটি নাদিয়া ও ড‍্যানিসকে বেছে নেয়।

ড‍্যানিস ও নাদিয়া

প্রথমজন ছিলেন আইসিসের যৌনদাসী । চোখের সামনেই মেরে ফেলা হয় তার পরিবারকে।তারপর ডেরায় নিয়ে গিয়ে চলে গণধর্ষণ। কোনো রকম প্রাণে বেঁচে পালিয়ে আসেন। তিনি ইয়াজিদি নাদিয়া মুরাদ। অপরদিকে কঙ্গোর গাইনোকলোজিস্ট ড‍্যানিস মুকওয়েগে দীর্ঘদিন চিকিৎসা করে আসছেন যারা গণধর্ষণের শিকার তাদের।(ছবি-সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here