নিউজডেস্ক,নিউজফ্রন্টঃ
নদীয়া জেলায় ইভিএমের দায়িত্বে থাকা নোডাল অফিসার অর্ণব রায় নিখোঁজ হন গত ১৮ এপ্রিল থেকে।এদিন দুপুরে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের জন্য বিপ্রদাস পলিটেকনিক কলেজে যান তিনি,যেখানে ইভিএম ভিভিপ্যাট ছিল।নির্বাচন কমিশনের গাড়িতেই তিনি কর্মস্থলে যান।কিন্তু দুপুরের পর থেকেই হঠাৎ রহস্যজনক ভাবে তিনি নিখোঁজ হয়ে যান।
অর্নব বাবুর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেও তেমন কিছু জানা যায় নি।বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
রহস্যজনক ভাবে নিখোঁজ এই ডাব্লিউবিসিএস অফিসারের অন্তর্ধান ঘিরে উঠছে নানা প্রশ্ন।মুখে কুলুপ এঁটেছে জেলা প্রশাসনও।এই পরিস্থিতিতে কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যেখানে নিখোঁজ অফিসারের দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন তোলা হয় এমনকি অর্ণব বাবুর মানসিক স্বাস্থ্য নিয়েও ইঙ্গিতবাহী প্রতিবেদন রচনা করা হয়।এই বিষয়ে অর্নব বাবুর স্ত্রী অনিশা জশ তাঁর ফেসবুক প্রোফাইলে ঘোষণা করেছেন যে,তাঁদের দাম্পত্য জীবনে অশান্তির কোন বিষয় ছিল না এমনকি তাঁরা খুব সুখী দম্পতি ছিলেন।অনিশা দেবী নিজেও ডাব্লিউবিসিএস অফিসার।এই অবস্থায় তিনি সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন গুজব ছড়ানো বন্ধ করার জন্য।
তিনি অন্য একটা পোস্টে আবেদন জানিয়েছেন এটি ঘোষণা করে যে,অর্নব বাবু শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ সবল ছিলেন।তিনি(অর্ণব রায়) কোন রকম হতাশার শিকার ছিলেন না।তিনি(অনিশা জশ) তাঁর স্বামীকে ফিরে পেতে চান জানিয়ে পোস্টের শেষে লেখেন,আই ওয়ান্ট মাই হাজব্যান্ড ব্যাক।
আরও পড়ুনঃ নদীয়ায় ইভিএমের দায়িত্বে থাকা অফিসার নিখোঁজ
তিন দিন ধরে নিখোঁজ অফিসারের সম্পর্কে এখনও কোন আশার আলো দেখাতে পারেনি প্রশাসন।অর্ণব বাবুর সহকর্মী অফিসারাও তাঁর নিখোঁজের বিষয়ে অবাক।জানা যায়,সহকর্মীদের কাছে অর্ণব বাবু ছিলেন খুব প্রাণচঞ্চল এবং হাসিখুশি। দফতরের কাজেও দায়িত্বশীল অফিসার হিসাবেই তিনি পরিচিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584