ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
১৩ ঘন্টা ধরে পাগলের মত একের পর এক হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে বেড়িয়ে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সেই মৃত্যু হল ৮ মাসের গর্ভবতী মহিলার। ঘটনাস্থল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা।
গর্ভবতী নিলম(৩০) ও তাঁর স্বামী বিজেন্দর সিং একটি সরকারি হাসপাতাল সহ অন্তত মোট ৮খানা হাসপাতালের ঘুরে হয়রান হন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে।গৌতম বুদ্ধ নগর জেলা প্রশাসন ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
তার স্বামীর দাবি নয়ডা-গাজিয়াবাদ সীমান্তে অবস্থিত খোদা কলোনির বাসিন্দা ৮ মাসের প্রসূতি নিলম গর্ভাবস্থা সংক্রান্ত সমস্যা নিয়ে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন। শারীরিক সমস্যা দেখা দেওয়ায় শুক্রবার সেই হাসপাতালের দ্বারস্থ হওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তারা নয়ডার বেশ কয়েকটি হাসপাতালে ঘোরে। স্বামীর দাবি,”প্রত্যেকেই তাকে ভর্তি নিতে অস্বীকার করে”!
তিনি দাবি করেন যে তার পরিবারের সদস্যরা বেশ কিছু বেসরকারি হাসপাতালে ভর্তি করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
তিনি আরও জানান,”শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সেই সে মারা যায়। শেষ পর্যন্ত আমরা জিআইএমএস হাসপাতালে পৌঁছায়। তাকে সেখানে ভেন্টিলেটরে রাখার ব্যবস্থা করা হয়, কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে।”
গৌতম বুদ্ধ নগর জেলাশাসক সুহাস এলওয়াই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। গৌতম বুদ্ধ নগরে চিকিৎসা না পেয়ে এটা দ্বিতীয় মৃত্যুর ঘটনা।এর আগে এক নবজাতককে নিয়ে তার বাবা চিকিৎসা না পেয়ে নয়ডা ও গ্রেটার নয়ডা ছুটে ছুটে বেড়ান। শেষ পর্যন্ত সেই নবজাতকের মৃত্যু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584