বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ৫ শিক্ষিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

0
121

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রতিবাদী ৫ শিক্ষিকা। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের। এই ৫ শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, আত্মহত্যার চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বিধাননগর উত্তর থানায়।

Bikash Bhavan Teachers protest
সৌজন্যেঃ এনডিটিভি

‘বদলি করা হয়েছে অনৈতিকভাবে’ এই নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলনকারী শিক্ষকেরা। বিক্ষোভের মাঝে আচমকাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৫ শিক্ষিকা। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় বিষের শিশি গলায় ঢেলে দেন্ তাঁরা এবং তখনই অসুস্থও হয়ে পড়েন ওই ৫ জন। পুলিশ পাঁচ জনকেই হাসপাতালে নিয়ে যায়। এঁদের তিন জনের শারীরিক অবস্থা গুরুতর, ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে আর বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ ২ সেপ্টেম্বরের মধ্যে আমফান দুর্নীতি মামলায় রাজ্যের পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের

“এ রাজ্যে সবচেয়ে কম বেতন পান শিক্ষকরা। দীর্ঘ দিন ডিএ বাড়ানো হয়নি। প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন। এ রাজ্যে সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে,” বলেন বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here