নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বর জঞ্জালের স্তূপে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ৷ যত্রতত্র পড়ে রয়েছে মাস্ক,গ্লাভস,পিপিই কিট ৷ তাছাড়াও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা, আবর্জনা । জঙ্গিপুর মহকুমার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সুচিকিৎসা পাওয়ার জন্য।
কিন্তু হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলল দূর- দূরান্ত থেকে চিকিৎসা করতে আসা মানুষেরা। হাসপাতাল চত্বরে পুরোনো আউটডোরে যাওয়ার রাস্তাতেও পড়ে আছে আবর্জনা। সাধারণ মানুষকে নাকে হাত দিয়ে যাতায়াত করতে হচ্ছে ।
আরও পড়ুনঃ এসিপির নামে ভুয়ো প্রোফাইল থেকে টাকা চেয়ে মেসেজ! সতর্ক করলেন আধিকারিক
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বালুরঘাটের সাংসদ
তাছাড়াও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর ছাড়াও এমার্জেন্সি বিভাগে ঢোকার রাস্তার মুখেও পড়ে রয়েছে ব্যবহৃত মাস্ক। করোনা আবহে হাসপাতাল চত্বরের এই রকম অস্বাস্থ্যকর পরিবেশের জন্য স্বাভাবিক ভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584