২ ডিসেম্বর থেকে চালু হচ্ছে নন সাবার্বান ট্রেন

0
128

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আগামী ২ ডিসেম্বর থেকে চালু হচ্ছে নন সাবার্বান প্যাসেঞ্জার ট্রেন। বর্ধমান-আসানসোল, বর্ধমান-রামপুরহাট, কাটোয়া-আজিমগঞ্জ সহ একধিক রুটে ২৭ জোড়া ট্রেন চালু হচ্ছে। শুক্রবার শিশির মঞ্চে রাজ্য-রেলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Non Suburban Train | newsfront.co
ফাইল চিত্র

লোকাল ট্রেন ১১ নভেম্বর থেকে চালু হওয়ার পর দূরের জেলাগুলি থেকে ট্রেন চালানোর আবেদন আসছিল। সঙ্গে চলছিল আন্দোলনে নামার হুমকি। বিভিন্ন রাজনৈতিক মহলের দাবি জোরাল হচ্ছিল। গত ২৩ নভেম্বর রাজ্যের পরিবহণ সচিব নন-সাবার্বান ট্রেন চালানোর প্রস্তাব দিয়ে রেলকে চিঠি দেন।

তারই প্রেক্ষিতে শুক্রবার রাজ্যকে লিখিতভাবে ২ ডিসেম্বর থেকে পরিষেবা চালুর কথা জানিয়েছে রেল। প্রাথমিকভাবে ২৭ জোড়া ট্রেন চলবে। পরে তা বাড়ানো হবে। পূর্ব রেল ২ তারিখ থেকে ট্রেন চালালেও দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ওইদিন থেকে তারা ট্রেন চালাতে পারবে না।

আরও পড়ুনঃ তৃণমূল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী, যোগ দিলেন পদ্মফুলে

ওই রেলের সিপিটিএম আশীষ ভাটিয়া জানিয়েছেন, খড়গপুর-আদ্রা, খড়গপুর-টাটা, খড়গপুর-দিঘা, খড়গপুর-বেলদা নন সাবার্বান শাখায় ট্রেন চলবে। প্রথমে সাত জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২ ডিসেম্বর থেকে সম্ভব নয়, রেক লিংক তৈরি, রেলবোর্ডের অনুমতি নিতে একটু সময় লাগবে। নির্ধারিত দিন পরে জানানো হবে।

আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগে বড়সড় রদবদল কলকাতা পুলিশে

এদিকে, আগামী সোমবার গুরু নানকজয়ন্তী উপলক্ষে ছুটি। তাই ওইদিন অপেক্ষাকৃত কম মেট্রো চলবে নর্থ-সাউথ করিডরে। কলকাতা মেট্রোর তরফে এমনটাই জানানো হয়েছে। সাধারণত কাজের দিনে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত সারাদিনে ১৯০ টি মেট্রো চলে। সোমবার ছুটি থাকায় মোট ১৫২ টি মেট্রো চলবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here