নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
স্থল বন্দর দিয়ে অবশেষে স্বাভাবিক হলো রপ্তানী বানিজ্য। বুধবার সকাল থেকে পেঁয়াজ টমেটো ফল ও শুটকি মাছ সহ পচনশীল বিভিন্ন পন্য বোঝাই লরি গুলি বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। বাংলাদেশের তরফে আমদানীকারকরা হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানী স্বাভাবিকের দাবীতে অন্যান্য সমস্ত পন্য আমদানী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন।
বাংলাদেশে পাথর রপ্তানীর কর্তৃত্ব কাদের হাতে থাকবে তা নিয়ে কোন্দলের জেরে বেশ কিছুদিন ধরে পাথর রপ্তানী বন্ধ ছিল।পাথর রপ্তানী বন্ধ থাকায় ওপারের বেশ কয়েকটি মেগা প্রজেক্ট ক্ষতিগ্রস্থ হচ্ছে অভিযোগ তুলেই বাংলাদেশের আমদানী কারকরা অন্যান্য পন্য প্রবেশ বন্ধ করে দিয়েছিলেন।হিলির রপ্তানীকারকরা ঘটনাটি জানিয়ে প্রশাসনকে চিঠিও দেন।অবশেষে বুধবার ফের বাংলাদেশের দিক থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শুরু হয়েছে রপ্তানী বানিজ্য। বাংলাদেশ এর সি.এন্ড.এফ এর সভাপতি কামাল হোসেন রাজ জানান দুই দেশের মধ্যে একটু ভুল বোঝা বুঝির কারণে এই ঘটনা টি ঘটেছে।তিনি এও জানান আগামীতও তারা এই বিষয় নিয়ে নজর রাখবেন কেনো এই ধরেনর ভুল বোঝা বুঝি হোয়েছে। প্রয়োজনে প্রতিমাসে মিটিং করতে হবে দুই দেশের এক্সপোটার পদাধিকারীদের নিয়ে।
আরও পড়ুনঃ গান্ধীজয়ন্তী মহা আনন্দে দিন,হিন্দি গানের তালে নাচলেন কংগ্রেস বিধায়ক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584