সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সপ্তাহে চারদিন বাজার বন্ধের নির্দেশ জারি দুই ২৪ পরগণার পুরসভাগুলির

0
90

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। এবার স্থানীয়ভাবে জমায়েতে রাশ টানতে দুই ২৪ পরগনার একাধিক বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট পুরসভাগুলি। পাশাপাশি কলকাতার বেশকিছু অঞ্চলে কলকাতা পুরসভা মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে।

Fish market

শুক্রবার বারাকপুর পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক-সহ একাধিক আধিকারিকদের একটি বৈঠক হয়। ঐ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সপ্তাহে সোম, বুধ এবং শুক্রবার খোলা থাকবে বাজার আর বাকি চারদিন বন্ধ রাখা হবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ওষুধ, মিষ্টি- সহ একাধিক দোকানের ক্ষেত্রে থাকছে ছাড় এমনটাই জানিয়েছেন বারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস। আগামী ১৫ দিনের জন্য এই নিয়ম জারি থাকবে।

Notice
কামারহাটি পুরসভায় বাজার বন্ধের নির্দেশ

আরও পড়ুনঃ পৌর প্রশাসকের উদ্যোগে লালবাগ পাঁচরাহা বাজারে মাস্ক, স্যানিটাইজার বিতরণ

কামারহাটি পুরসভা ৩৫টি ওয়ার্ডের ক্ষেত্রেও একইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ দমদম পুরসভাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here