মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
গরমে অস্বস্তি বেড়েছে দক্ষিণবঙ্গে। আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার। অন্যদিকে, বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ, সিকিম, অসমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে অবস্থান করার ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজ, মঙ্গলবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও এদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। এদিকে, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, আগামী ২৫ ও ২৬ অগাস্ট উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ স্কুল খোলা নিয়ে আলোচনায় অমর্ত্য সেন, কি মতামত তাঁর?
এদিকে, টানা ভারী বৃষ্টি হওয়ায় পাহাড়ি নদীগুলিতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জলস্তর বৃদ্ধির জেরে পাহাড়ি রাস্তায় ধসের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
আরও পড়ুনঃ কৃষকদের আন্দোলনে রাস্তা অবরোধ যেন না হয়, দায়িত্ব নিতে হবে সরকারকেঃ শীর্ষ আদালত
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584