নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
রাজ্য মন্ত্রীসভার আরও এক সদস্য করোনা আক্রান্ত হলেন। সুজিত বসু, স্বপন দেবনাথ, জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।শনিবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন রবীন্দ্রনাথ বাবু, দোতলার ঘর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় চোট পান তিনি।
তড়িঘড়ি তাঁকে শিলিগুড়ির মাটিগাড়ার এক নার্সিংহোমে ভর্তি করানো হলে সেখানে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্টই পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। এ কথা জানাজানি হতেই কোচবিহারের রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই নার্সিংহোম সূত্রে জানা গেছে। কোচবিহারের এই দাপুটে নেতাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে রবীন্দ্রনাথ বাবুর খোঁজ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই প্রশাসনিক বৈঠকে থাকতে পারেননি তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584