নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১ লাখ ২৫ হাজার টাকা দান করেছেন আগেই। এবার করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে সাধারন মানুষের সাহায্যার্থে এগিয়ে এলেন উত্তর দিনাজপুর যুব তৃণমূল সভাপতি গৌতম পাল।
হেমতাবাদ ও করনদিঘি বিধানসভার অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েতের মোট ২০ হাজার পরিবারকে ২ দফায় খাদ্য সামগ্রী তুলে দিলেন তিনি। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম ডাল, ১ প্যাকেট সোয়াবিন, ১ কেজি লবন, ১ টি ডেটল সাবান এবং ১ টি করে করোনা প্রতিরোধের নিয়মাবলী তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ নানা আঙ্গিকে সচেতনতা পুলিশের
গৌতমবাবু বলেন, দুটি ব্লকে দুঃস্থ পরিবারদের জন্য বিশেষ প্যাকেট করা হয়েছে। এদিকে, এলাকার দুঃস্থদের খাবার যোগান দিতে এগিয়ে এল রায়গঞ্জের দেবীনগর বাবা লোকনাথ সমিতি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।ইতিমধ্যে এলাকার প্রায় ৩০টি পরিবারের ১৫৫ জনের প্রতিদিন দুপুরে খাবার বিতরণ করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584