অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় বুদ্ধিতে হেরে গেল স্প্যানিশ মস্তিস্ক। আরও ভালো করে বললে মোহনবাগানের প্রাক্তন কোচ মুম্বইয়ের খালিদ জামিলের কাছেই ডুবলো বাগানের নৌকা। এদিন দুর্বল আক্রমণভাগের অভাবে নর্থইস্টের বিরুদ্ধে হারের মুখ দেখতে হল সবুজ-মেরুন শিবিরকে।
২-১ গোলের ব্যবধানে হাবাস ব্রিগেডকে এই ম্যাচ শুরুর আগে দু’দলের পয়েন্টের পার্থক্য ছিল ৯। ২৪ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান ছিল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। আর ১৫ পয়েন্ট নিয়ে নর্থইস্ট ইউনাইটেডের স্থান ছিল তালিকার ছয় নম্বরে। নর্থ ইস্ট চলে এলো পাঁচ নম্বরে আর বাগান রয়ে গেল দুই নম্বরেই। ফাইনাল থার্ডে সুযোগ তৈরিতে ব্যর্থতার খেসারত দিতে হল এটিকে মোহনবাগানকে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হারের মুখ দেখতে হল দলকে।
এদিন ম্যাচের শুরুটা ভালই করেছিল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের এদিন বেশ ঝকঝকে দেখায় তবে ফিনিশের অভাব দেখা যায় তাঁদের ফুটবলে। প্রথমার্ধে বরাবরের মত গোল আসেনি টিম হাবাসের। সুযোগ পেলেও নর্থ ইস্টও গোল করতে পারে নি।
তবে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে ডিফেন্সের ভুলে গোল খায় এটিকে -মোহনবাগান গোল করেন মাচোদা। ৭২ মিনিটে গোল খেয়ে হাবাস প্রবীরের পরিবর্তে কমল থাপাকে নামায় থাপার পাসে গোল করেন রয় কৃষ্ণ।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে ঈশ্বরন
এর তিন মিনিটের পরে ফের গোল করার সুযোগ পেলে থাপা সেটা মিস করেন আর সেই ভুলের খেসারত দিতে হলো কারণ ৮০ মিনিটে গেলগোর বিশ্ব মানের গোলে মাটি ধরে টিম হাবাস। নতুন দায়িত্ব নিয়ে নর্থ ইস্টকে ভালোই সামলাচ্ছেন আই লিগ জয়ী কোচ খালিদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584