ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনার থাবায় বিপর্যস্ত রেল পরিষেবা। দৈনিক প্রায় হাজার রেলকর্মী আক্রান্ত হচ্ছেন মারণ এই ভাইরাসে, জানিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান। ব্যাহত হচ্ছে রেলের স্বাভাবিক পরিষেবা। এই পরিস্থিতিতে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় আজ থেকে ১৭মে পর্যন্ত ৩১টি ট্রেন বাতিল করল উত্তরপূর্ব রেলওয়ে।
রেলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, করোনার জেরে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় একাধিক ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ ৷ এর আগেও একাধিক ট্রেন বাতিল করেছে রেল ৷
Cancellation of trains @RailMinIndia pic.twitter.com/7c4E7R7o17
— Northeast Frontier Railway (@RailNf) May 12, 2021
এবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বাতিল করল অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে চলতে থাকা প্যাসেঞ্জার, ইন্টারসিটি, এক্সপ্রেস মিলিয়ে আরও ৩১টি পরিষেবা। রেলের তরফে জারি করা হয়েছে বাতিল হওয়া ট্রেনের তালিকাও ৷
আরও পড়ুনঃ করোনার জেরে স্থগিত ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584