নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশজুড়ে করোনা সংক্রমনের হার কিছুটা নিম্নমুখী। অনেক রাজ্যেই শিথিল হয়েছে লকডাউন বিধিনিষেধ। ইতিমধ্যেই বিহার ও উত্তরপ্রদেশে তুলে নেওয়া হয়েছে লকডাউন, তবে ওই দুই রাজ্যে জারি রয়েছে নাইট কার্ফু। এবার সেই পথেই নিয়ম কিছুটা শিথিল করল উত্তর রেল।
দিল্লি ডিভিশনের আটটি প্রধান স্টেশন যথা নয়াদিল্লি, দিল্লি জংশন, আনন্দ বিহার টার্মিনাল, গাজিয়াবাদ, দিল্লি সরাই রোহিলা, মীরাট সিটি, হজরত নিজামউদ্দিন এবং দিল্লি ক্যান্ট রেল স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর রেল। তবে প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে হয়েছে ৩০ টাকা, যাতে কেউ প্ল্যাটফর্মে অকারণে জমায়েত করতে না পারে তাই এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ বায়ার্ন মিউনিখে পাড়ি দিচ্ছেন বাংলার ছেলে শুভ পাল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
উত্তর রেল কর্তৃপক্ষ তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘দিল্লির আটটি প্রধান স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি শুরু করা হচ্ছে। সেই টিকিটের দাম করা হয়েছে ৩০ টাকা। বর্তমান পরিস্থিতির ওপর বিচার করে যাত্রীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।’
আরও পড়ুনঃ কোভিড ভ্যাকসিনের ওপর জিএসটিতে ছাড় দেওয়ার প্রশ্নই নেই, জানাল কেন্দ্র
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছে ২১৩ জন। যা গত তিন মাসে সর্বনিম্ন। মৃত্যু হয়েছে ২৮ জনের। গতকাল দিল্লি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, করোনা পরিস্থিতি এই মুহূর্তে বেশ কিছুটা নিয়ন্ত্রনে রয়েছে। প্রসঙ্গত ৭o দিন পর দেশে এত কমল দৈনিক সংক্রমণ। শনিবারের তথ্য অনুযায়ী, নতুন করে সংক্রমিত ৮৪ হাজার ৩৩২ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২১ হাজার ৩১১ জন। তবে আতঙ্ক বিরাজ মৃত্যুর পরিসংখ্যানে। আবারও ৪ হাজার পেরিয়েছে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584