সুদীপ পাল,বর্ধমানঃ

বারোটায় অফিস এসে বিকেল চারটেয় বাড়ি চলে যাওয়ার মতো ঘটনা যাতে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা না শেখে,শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষাকে ব্যবহার করতে যাতে এখানকার শিক্ষার্থীরা না শেখে তাই বিকল্প ভাবে সামাজিক পাঠ দান করছে পূর্ব বর্ধমানের মানকর প্রাইভেট আইটিআই কলেজ।

কলেজের বার্ষিক অনুষ্ঠানেও সেই সামাজিক দায়বদ্ধতার বার্তা উঠে এল।বার্ষিক অনুষ্ঠান মানে শুধু আনন্দ করে হৈ-হুল্লোড়ে নয় বরং সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা। কলেজ কর্তৃপক্ষের সম্মতি আর শিক্ষার্থীদের অধীর আগ্রহে পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেওয়া হলো কম্বল।কলেজ ছাত্ররা বলছেন,শুধু বার্ষিক অনুষ্ঠান হলে হয়তো এতটা আনন্দ হতো না,যতটা হয়েছে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করে।
আরও পড়ুনঃ বসুন্ধরা উৎসব উপলক্ষে রক্তদান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর যোগজীবন গোস্বামী, দীপঙ্কর ভট্টাচার্য সহ মানকরের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে কলেজের পড়ুয়া অভিষেক,তার নিজস্ব ব্যান্ড ‘ত্রিকোণ ব্যান্ড’-এর সংগীত পরিবেশনা মুগ্ধ করে সবাইকে।কলেজ কর্তৃপক্ষের তরফে সুদর্শন পাল বলেন, বৈচিত্রের মাঝে মার্গ দর্শনই আমাদের উদ্দেশ্য। সে উদ্দেশ্যে অনুষ্ঠান।অনুষ্ঠান সফল হয়েছে। তবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
অনুষ্ঠান শেষে কলেজের গেট থেকে বেরোবার সময় এক পড়ুয়ার মুখে শোনা গেল, ‘সকলের তরে সকলে আমরা। প্রত্যেকে আমরা পরের তরে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584