ওয়েব ডেস্কঃ
বছরের শুরুতেই মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ। শুধু ট্রেন ভাড়া নয়, বাড়ল ভর্তুকিহীন এলপিজি(non-subsidised LPG) অর্থাৎ রান্নার গ্যাসের মূল্যও।১লা জানুয়ারি থেকেই কার্যকর করা হয়েছে এই নতুন দাম। এই নিয়ে মাসিক পাঁচবার গ্যাসের মূল্যবৃদ্ধি হল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে জানা গেছে দিল্লি ও মুম্বাইয়ে সিলিন্ডার প্রতি মূল্য যথাক্রমে ১৯ টাকা ও ১৯.৫ টাকা বেড়েছে। অর্থাৎ
ভর্তুকিহীন এলপিজির দাম দিল্লিতে সিলিন্ডার পিছু বেড়ে হল ৭১৪ টাকা এবং মুম্বইয়ে সিলিন্ডার পিছু বেড়ে হল ৬৮৪.৫০ টাকা।ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট – iocl.com অনুসারে ডিসেম্বর মাসে সিলিন্ডারের দাম ছিল যথাক্রমে ৬৯৫ টাকা এবং ৬৬৫ টাকা। অন্যদিকে কলকাতা ও চেন্নাইয়ে ভর্তুকিহীন গ্যাসের দাম যথাক্রমে ২১.৫ টাকা ও ২০ টাকা করে বেড়েছে। এখন সেটা বেড়ে দাঁড়াল ৭৪৭ ও ৭৬৪ টাকা।
উল্লেখ্য, ইতিমধ্যে ঘোষণা হয়েছে রেল ভাড়া বৃদ্ধির। নতুন রেল বাজেট ঘোষণা হতে আর এক মাসও দেরি নেই, তার মধ্যেই তড়িঘড়ি দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়ল। তবে সাব-আর্বান বা লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকল। এই নতুন রেল ভাড়া কার্যকর বছরের প্রথম দিন থেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584