লকডাউনের মধ্যেই বিজেপি এমএলএ’র জন্মদিন অনুষ্ঠানে ২০০ মানুষের জমায়েত

0
188

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

করোনা মহামারী রুখতে দেশব্যাপী লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্বকে তুড়ি মেরে মহারাষ্ট্রের বিজেপি এমএলএ দাদারাও কেছে’র বাড়িতে রবিবার জন্মদিন উপলক্ষে ২০০ লোকের জমায়েতে বাঁধল বিতর্ক।

ছবি সৌজন্যে:https://twitter.com/dadaraokeche/status/1109821716996341762?s=19

পুলিশ প্রশাসন তাঁকে আইন লংঘন করার দায়ে নোটিশ পাঠালে ওয়ার্ধার এই এমএলএ দাবি করেন যে জন্মদিন পালনের উদ্দেশ্যে তিনি কাউকে নেমন্ত্রণ করেন নি। সংবাদ সংস্থাকে কেছে জানান, “করোনাভাইরাস মহামারীতে জীবিকা হারানো ২১ জন দিনমজুরকে আমি খাদ্যশস্য বিতরণের জন্য ডেকেছিলাম। তারপর আমি বেলা ১১টার দিকে আমার গুরুদেব ভিখারাম বাবাকে দেখা করার উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই অবস্থার সুযোগ নিয়ে গুজব ছড়িয়ে দেয় যে আমি খাদ্যশস্য বিতরণ করছি। এতেই বহু মানুষের ভিড় জমে যায়। জানার পরেই আমি ফিরে এসে পুলিশের সাহায্য নিয়ে সেই ভিড়কে সরিয়ে দিই।”

আর্মি সাব ডিভিশনাল অফিসার হরিশ ধার্মিক এ ব্যাপারে লোকাল পুলিশকে মহামারী ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ওয়ার্ধার কালেক্টর বিবেক ভিমানওয়ার জানান যে তিনি ওই ধরনের অনুষ্ঠানের কোনো অনুমতি দেননি। একইসঙ্গে ওয়ার্ধার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বাসবরাজ টেলি জানান যে জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে এমেলের বাড়িতে যখন ভিড় জমে তখন স্বয়ং এমএলএ উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here