শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
দলীয় কর্মসূচীতে ত্রিপুরায় গিয়ে গ্রেপ্তার হন তৃনমূলের ছাত্র ও যুব নেতৃত্ব। খোয়াই থানার পুলিশ গ্রেপ্তার করে তাঁদের। এই ঘটনায় দীর্ঘক্ষণ খোয়াই থানায় ধর্নায় বসেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃনমূল নেতৃত্ব। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ তৃণমূল নেত্রী দোলা সেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সুবল ভৌমিককে তলব করেছে খোয়াই থানার পুলিশ।
অগাস্ট মাসের গোড়ার দিকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গেলে ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় সুদীপ রাহার, কানে আঘাত পান জয়া দত্ত। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
দেবাংশুদের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে খোয়াই থানার পুলিশ। ধৃতদের মুক্তির দাবিতে সেখানেই অবস্থানে বসেন অভিষেক, কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসুরা। এরপরে আদালত থেকে জামিন পান ধৃত যুব ও ছাত্র নেতারা। সেদিন থানায় তৃণমূলের অবস্থানের জেরেই এবার মামলা রুজু করল ত্রিপুরা পুলিশ।
আরও পড়ুনঃ বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে যোগী রাজ্যে আক্রমণের মুখে সিআইডি
নোটিশের প্রাপ্তি স্বীকার করে অভিষেক জানিয়েছেন, তদন্তে সাহায্য করবেন তিনি এবং নোটিশ অনুযায়ী হাজিরাও দেবেন। উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর আগরতলায় মহামিছিলে নেতৃত্ব দেওয়ার কথা অভিষেকের। তার আগেই অভিষেক, কুনাল সহ তৃনমূলের মোট পাঁচজন প্রথম সারির নেতাকে সমন পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584