নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
করোনা প্রাদুর্ভাবে লকডাউনের জেরে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির সমস্ত ছাত্র-ছাত্রীদের দ্বাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায় যে মুখ্যমন্ত্রীর ঘোষণা ও শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রধানদের জানানো যাচ্ছে যে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করাতে হবে। সেই বিজ্ঞপ্তিতে একইসঙ্গে বিদ্যালয়ের প্রধানদের একাদশ শ্রেণির যে পরীক্ষাগুলো হয়েছে তাতে ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত মার্কস ২২শে জুন ২০২০ এর মধ্যে আঞ্চলিক অফিসে ডাক যোগাযোগের মাধ্যমে অথবা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইমেইল (wbhsexam@gmail.com) মারফত পাঠাতে হবে।
আরও পড়ুন:সরকারি অ্যাপ থেকে ফাঁস হয়ে গেল কয়েক হাজার করোনা আক্রান্ত নাগরিকের ব্যক্তিগত তথ্য
এছাড়াও একাদশ শ্রেণির অব্যবহৃত উত্তরপত্রগুলো সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে। পরে বিজ্ঞপ্তি দিয়ে সংসদ সেগুলো সংগ্রহ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584