সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল, বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস ও বর্ধমান-দুর্গাপুর আসনের এসইউসি প্রার্থী সুচেতা কুণ্ডু বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী খরচের দৈনন্দিন রেজিস্ট্রার পদ্ধতি না মানার জন্য সতর্ক করে নোটিশ দিয়েছেন রিটার্নিং অফিসার।
শুধু তাই নয় বর্ধমান পূর্ব কেন্দ্রের ন্যায় অধিকার রক্ষা পার্টির বিপ্লব মিস্ত্রি এবং বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বহুজন সমাজবাদী পার্টির রামকৃষ্ণ মালিককে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে।গত ১৭ এপ্রিল ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকের সামনে দু’জন প্রার্থী দৈনন্দিন হিসেবের রেজিস্ট্রার নিয়ে উপস্থিত হননি।
আরও পড়ুনঃ সদর দফতরে সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপত্রকে জুতো ছুঁড়ল চিকিৎসক
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রার্থীদের জানান, এরকম ভুল আবার হলে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584