অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। এই নিয়ে নয় বার। রবিবার ফাইনালে মেদভেদেভকে উড়িয়ে দিলেন স্ট্রেট সেটে।
এই নিয়ে ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ। টানা ৩ বার মেলবোর্ন পার্কে খেতাব মুঠোয় করলেন সার্বিয়ান টেনিস তারকা। এরই সঙ্গে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকার।
আরও পড়ুনঃ কপিল দেবের পর প্রথম ভারতীয় পেসার হিসেবে শততম টেস্ট খেলতে চলেছেন ইশান্ত
খেলার ফল জকোভিচের পক্ষে ৭-৬, ৬-২ এবং ৬-২। খেলা শেষ হল ১ ঘণ্টা ৫৩ মিনিটে। সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ান ওপেন পেলেন রজার ফেডেরার আর রাফায়েল নাদালের থেকে মাত্র দু’ধাপ দূরে জোকোর। ফেডেরার এবং নাদাল দু’জনেই ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। জেতার পরে জোকোভিচ জানান,’খুব ভালো লাগছে লকডাউনের পরে নেমে জেতা কঠিন ছিল। এই বড় টুর্নামেন্টে সফল হলাম।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584