WIMBLEDON : ১৯ বছর পর স্ট্রেট সেটে হেরে বিদায় ফেডেরার, সেমিফাইনালে জকোভিচ

0
67

আনিসুর রহমান, স্পোর্টস ডেস্কঃ  

Roger Federer
হেরে মাঠ ছাড়ছেন ফেডেরার

১৪ বাছাই হুবের্ট হুরকাজের কাছে হেরে উইম্বলডন থেকে ছিটকে গেলেন সুইস জাদুকর। এখন সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে কি শেষ বারের মতো সেন্টার কোর্ট ছাড়লেন রজার ফেডেরার? কারণ শুধু হারলেনই না, রীতিমত স্ট্রেট সেটে পরাজিত হলেন তিনি। শেষ সেটে একটি গেমও জিততে পারলেন না ফেডেরার।

Novak Djokovic
নোভাক জকোভিচ

খেলার ফল ফেডেরারের বিপক্ষে ৩-৬, ৬-৭ (৪-৭), ০-৬। এর আগে মাত্র দুবারই ৬-০ সেটে হেরেছেন ফেডেরার। কোনওবারই উইম্বলডনে নয়। দুবারই হেরেছেন ফরাসি ওপেনে। ১৯৯৯ সালে প্যাট্রিক রাফটারের এবং দ্বিতীয়বার ২০০৮ সালে নাদালের বিরুদ্ধে।

৮ বারের চ্যাম্পিয়ন ফেডেরার শুরু থেকেই এদিন নড়বড়ে ছিলেন ২৪ বছর বয়সী হুরক্য়াজের বিরুদ্ধে। প্রথম সেটে হার ৩-৬ ফলে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও দাপট ছিলনা। আর শেষ সেটে প্রতিপক্ষের বিরুদ্ধে উড়ে গেলেন রজার। ০-৬ সেটে। দীর্ঘ কেরিয়ারে সেন্টার কোর্টে এই প্রথম ০-৬ ফলে হারলেন ফেডেরার। এই ফেডেরারই সেন্টার কোর্টে ১১৯টি ম্যাচের মধ্যে জিতেছেন ১০৫টি। ২০০২ সালের পর উইম্বলডনে স্ট্রেট সেটে হারলেন রজার ফেডেরার।

অন্যদিকে .মার্টন ফুসকোভিকসকে ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে শেষ চারে পৌঁছন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। ফেডেরারের বিদায়ের পর কার্যত এবার রাস্তা সাফ হয়ে গেল জকোভিচের কাছে কুড়িতম স্ল্যাম জিতে নাদাল ও ফেডেরারকে ছুঁয়ে ফেলার।

আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক মেরি কম ও মনপ্রীত সিং, সমাপ্তি অনুষ্ঠানে বজরং পুনিয়া

এদিন ঘাসের কোর্টে ১০০তম জয় পূর্ণ হল ৩৪ বছর বয়সী জকোভিচ। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল জয়ের পাশাপাশি কেরিয়ারের ৪১তম গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে পৌঁছেলেন জোকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here