আনিসুর রহমান, স্পোর্টস ডেস্কঃ
১৪ বাছাই হুবের্ট হুরকাজের কাছে হেরে উইম্বলডন থেকে ছিটকে গেলেন সুইস জাদুকর। এখন সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে কি শেষ বারের মতো সেন্টার কোর্ট ছাড়লেন রজার ফেডেরার? কারণ শুধু হারলেনই না, রীতিমত স্ট্রেট সেটে পরাজিত হলেন তিনি। শেষ সেটে একটি গেমও জিততে পারলেন না ফেডেরার।
খেলার ফল ফেডেরারের বিপক্ষে ৩-৬, ৬-৭ (৪-৭), ০-৬। এর আগে মাত্র দুবারই ৬-০ সেটে হেরেছেন ফেডেরার। কোনওবারই উইম্বলডনে নয়। দুবারই হেরেছেন ফরাসি ওপেনে। ১৯৯৯ সালে প্যাট্রিক রাফটারের এবং দ্বিতীয়বার ২০০৮ সালে নাদালের বিরুদ্ধে।
Simply stunning, @HubertHurkacz 😮#Wimbledon pic.twitter.com/uCy9mMKpdU
— Wimbledon (@Wimbledon) July 7, 2021
৮ বারের চ্যাম্পিয়ন ফেডেরার শুরু থেকেই এদিন নড়বড়ে ছিলেন ২৪ বছর বয়সী হুরক্য়াজের বিরুদ্ধে। প্রথম সেটে হার ৩-৬ ফলে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও দাপট ছিলনা। আর শেষ সেটে প্রতিপক্ষের বিরুদ্ধে উড়ে গেলেন রজার। ০-৬ সেটে। দীর্ঘ কেরিয়ারে সেন্টার কোর্টে এই প্রথম ০-৬ ফলে হারলেন ফেডেরার। এই ফেডেরারই সেন্টার কোর্টে ১১৯টি ম্যাচের মধ্যে জিতেছেন ১০৫টি। ২০০২ সালের পর উইম্বলডনে স্ট্রেট সেটে হারলেন রজার ফেডেরার।
An ovation for 22 years of memories 👏
It's been a pleasure as always, @rogerfederer #Wimbledon pic.twitter.com/GvsOenp68C
— Wimbledon (@Wimbledon) July 7, 2021
অন্যদিকে .মার্টন ফুসকোভিকসকে ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে শেষ চারে পৌঁছন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। ফেডেরারের বিদায়ের পর কার্যত এবার রাস্তা সাফ হয়ে গেল জকোভিচের কাছে কুড়িতম স্ল্যাম জিতে নাদাল ও ফেডেরারকে ছুঁয়ে ফেলার।
Another day, another semi-final for @DjokerNole #Wimbledon pic.twitter.com/tT7i9yfACE
— Wimbledon (@Wimbledon) July 7, 2021
এদিন ঘাসের কোর্টে ১০০তম জয় পূর্ণ হল ৩৪ বছর বয়সী জকোভিচ। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল জয়ের পাশাপাশি কেরিয়ারের ৪১তম গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে পৌঁছেলেন জোকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584