সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
সব তীর্থ বার বার গঙ্গা সাগর একবার।সাগর মেলার মকর সংক্রান্তির স্নান ঘিরে সাজ সাজ রব সাগরদ্বীপে। কুম্ভমেলা থাকা সত্ত্বেও তীর্থ যাত্রীদের ভীড় জমবে মকরসংক্রান্তি স্নান ঘিরে।মেলার আগে তিনদিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী আসা ঘিরে গঙ্গাসাগরে চলছে জোর প্রস্তুতি। তিনদিনের জেলা সফর ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে।২৬ তারিখে বিষ্ণুপুর শশ্মান মাঠে এই সভা অনুষ্ঠিত হবে। এইদিনে নামখানায় থাকবেন মুখ্যমন্ত্রী।২৭ তারিখে জেলা প্রশাসনের প্রশাসনিক বৈঠক।পরে নামখানার ইন্দিরা ময়দানে পরিষেবা প্রদান বেনিফিসারিদেরম ওইদিন হেলিপ্যাডে সাগরমেলা প্রাঙ্গনে রাত্রিনিবাস।পরে কটেজ বাঙ্গলো মাঠে সুন্দরবন কাফের পুরস্কার বিতরন সঙ্গে সাগর ব্লকে বেনফিসারিদের পরিসেবা প্রদান । মুখ্যমন্ত্রী আসা ঘিরে কড়া নিরাপত্তা সাগরদ্বীপে।চলতি বছরে দ্বিতীয়বার জেলা বৈঠকে আসছেন মুখ্যমন্ত্রীএকই সাথে চলছে মেলার আয়োজন।মেলার ভূমিতে হোগলা ঘর বাঁধা থেকে শুরু করে বিদ্যুৎ দফতরের কাজ চলছে জোর কদমে । চলছে পিএইচই দপ্তরের কাজও।সাগর পঞ্চায়েত সমিতি সহ গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে কাজ চলছে।ইতিমধ্যে মন্দির চত্ত্বরে নাগা সাধু সন্তন্তিদের ভীড়।সাগর দ্বীপের নটা গ্রাম পঞ্চায়েতের আড়াই লক্ষ মানুষের বসবাস।কৃষিকাজই এলাকারই মূলজীবিকা। প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভাঙা ছাড়াও রয়েছে কালিবাজারে অভাব অনটনের সাঁওতালী পাড়ার জনজীবন। প্রতি বছরের মতো রুটি রুজির পথ বলতে কপিল মুনির মকর সংক্রান্তির গঙ্গা স্নান। কুম্ভমেলা থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ পুন্যার্থীদের ঢল নামবে বলে আশাবাদী সাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং সভার বিধান সভার বিধায়ক বঙ্কিম হাজরার।মুড়িগঙ্গা নদীর চরা অভিশপ্ত হয়ে পরেছে দ্বীপবাসীর পাশাপাশি তীর্থ যাত্রীদের কাছে।লট নং ঘাট থেকে কচুবেড়িয়া অন্যদিকে নামখানা থেকে বেনুবন লঞ্চ পরিষেবার মধ্যে দিয়ে চলবে যাত্রী পারাপার । চর দিয়ে সমস্যা থাকলেও ড্রেজিং সমস্যা দুর করবে বলে আশাবাদী।গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যেমন তীর্থ যাত্রীদের নিরাপত্তা দেওয়া হবে।তেমনি তীর্থ যাত্রীদের কথা মাথায় রেখে গ্রিন ক্লিন গঙ্গা সাগর করার ব্যবস্থাপনা রয়েছে পঞ্চায়েত উপপ্রধান হরিপদ মন্ডলের।অন্যদিকে শুধু মেলা ঘিরে নয় মুখ্যমন্ত্রী আসা ঘিরে কটুবেরিয়া থেকে গঙ্গাসাগর মেলা প্রর্যন্ত সাজ সাজ রব গড়ছে পঞ্চায়েতসমিতির কর্মাধক্ষ্য স্বপন প্রধানের।চারিদিকে ভালো পরিষেবায় খুশি তীর্থ যাত্রী।পঁচিশে ডিসেম্বরের আগে তীর্থ ঘোরা সঙ্গে ছুটি আমেজ নিতে মরিয়া অনেকে।
আরও পড়ুন: প্রমোশনের প্রলোভনে শারীরিক সম্পর্ক,ঘুষ নেবার অভিযোগে গ্রেফতার সরকারী কর্মী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584