মার্শাল আর্ট অন্তর্ভুক্ত খেলো ইন্ডিয়াতে

0
145

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ইন্দোনেশিয়ায় প্রথম গোরাপত্তন হয় অন্যতম মার্শাল আর্ট পেনকেক্ সিলাট- র। ভারতে তা আসে ২০১৫ সালে। আর মাত্র এই ৫ বছরেই খেলাটি যথেষ্টই জনপ্রিয়তা অর্জন করে। যার ফলে খেলাটি খেলো ইন্ডিয়া ও গভঃ সার্ভিসেরও অন্তর্ভুক্ত করা হল।

Martial art | newsfront.co
সংবাদ চিত্র

শুধু তাই নয় আগামী বছর অলিম্পিকে এই খেলাটি প্রদর্শনী হিসেবেও অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং ২০২৫ সালের অলিম্পিকে এটি একটি গেম হিসেবে পুরোপুরি অন্তর্ভুক্ত হবে।

Martial art | newsfront.co
সংবাদ চিত্র

নতুন প্রজন্মদের কাছে খেলাটির জনপ্রিয়তা আরও বাড়াতে পেনকেক্ সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় খোদ এই কলকাতাতেই রয়েছে ৪ টি প্রশিক্ষণ কেন্দ্রে।

Khelo India | newsfront.co
সংবাদ চিত্র

হাওড়াতে একটি উত্তর কলকাতাতে দুটি ও দক্ষিণ কলকাতাতে একটি যেখানে প্রায় ৫০০ জন তরুণ তরুণী সপ্তাহে ৭ দিনই প্রশিক্ষণ নিচ্ছে। মোট ৮জন কোচ প্রশিক্ষণ দিচ্ছেন। সংস্থার প্রেসিডেন্ট তপন ঘোষ এবং সচিব ও টিডি হিসেবে রয়েছেন সুনীল সিং।

আরও পড়ুনঃ মাস্ক না পরে খেলা দেখে বিতর্ক রোনাল্ডো

Karate | newsfront.co
সংবাদ চিত্র

বিওএ সচিব বাবুন ব্যানার্জীও এই মার্শাল আর্টটিকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য দারুণ সহযোগিতা করছেন। করোনার জন্য আপাতত অনুশীলন বন্ধ তবে খুব শীঘ্রই অনুশীলন চালু করার ইচ্ছে রয়েছে সংগঠকদের। শুধু কলকাতাতে আবদ্ধ না রেখে জেলাতে ছড়িয়ে দেওয়া লক্ষ বিশেষ করে মহিলাদের আত্মসুরক্ষার জন্য জেলাতে ছড়ানো লক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here