নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
খুলে গেল দক্ষিণ কাশ্মীরের অমরনাথ। লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল এই তীর্থক্ষেত্র। বর্তমানে দেশজুড়ে ষষ্ঠ দফার লকডাউন চললেও পঞ্চম দফার লকডাউনেই শুরু হয়েছে আনলক-১ পর্ব। এই পর্বের খুলে গিয়েছে শপিং মল, রেস্তরাঁ-সহ বিভিন্ন ধর্মীয় স্থান। আরেক তীর্থক্ষেত্র কেদারনাথ আনলক-১-এই খুলে গিয়েছে।
অমরনাথ খুলে যাওয়ার পর হিমালয়ের কোল থেকে প্রথমবার লাইভ স্ট্রিমিঙের মাধ্যমে বিগ্রহ দর্শন করলেন ভক্তরা। দেখলেন আরতি। করোনাভাইরাসের কারণে চলতি বছর কড়া নজরদারির মধ্যে দিয়ে শুরু হয়েছে অমরনাথ দর্শন। রবিবার ভক্তদের জন্য বিশেষ আয়োজন করেছিল অমরনাথ বোর্ড। সরকারি চ্যানেল দূরদর্শন ভারতীতে সকাল ৮টা থেকে ১০টা এবং দূরদর্শন ন্যাশনালে বিকেল ৫ টা ৩০ মিনিত থেকে ৬টা পর্যন্ত লাইভ স্ট্রিমিং হয়।
আরও পড়ুনঃ ৩১ জুলাই পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে পারবেন শিক্ষক, অশিক্ষক, গবেষকরা
রবিবার সকালে অমরনাথে প্রথম আরতি করেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু। চলতি মাসের শেষের দিকে বলতাল থেকে দু’সপ্তাহের জন্য অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। প্রতিদিন সড়কপথে শুধুমাত্র ৫০০ জন তীর্থযাত্রীকে যাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসন এই নির্দেশ দিয়েছে।
আরও পড়ুনঃ ক্লিনিকাল ট্রায়ালের আগেই বাজারে আসার ঘোষণা! প্রশ্ন তুললেন হু-র বিজ্ঞানী
সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় বিগ্রহ। শিবের পুজো প্রত্যক্ষ করেন অগনিত ভক্ত। উপত্যকায় পৌঁছনো প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হবে। বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় থাকা স্টেট এক্সিকিউটিভ কমিটি একটি নির্দেশিকা বলা হয়েছে, উপত্যকায় পৌঁছনো প্রত্যেকের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
করোনা নেগেটিভ না-আসা পর্যন্ত তাঁদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য তৈরি করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। স্বাস্থ্য বিভাগের ফিনান্সিয়াল কমিশনার জানিয়েছেন, অমরনাথ যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিস, স্লিপিং ব্যাগ, পিপিই কিট, মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। তৈরি রাখা হয়েছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও। বলতাল রুটে দুটি বেস হাসপাতালকেও নির্ধারিত রাখা হয়েছে তীর্থযাত্রীদের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584