হোয়াটসঅ্যাপে মেসেজ সিডিউল করে রাখতে পারবে গ্রাহকরা

0
130

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

বর্তমানে যতরকমের সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে অন্যতম ও বহুল প্রচলিত মিডিয়া হল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নেই এমন অ্যান্ড্রয়েড ফোন দেখা যায়না বললেই চলে। হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ।

whatsapp | newsfront.co
প্রতীকী চিত্র

এই মুহূর্তে করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ফলে এখন হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আরও কিছুটা বেড়ে গিয়েছে। এর সঙ্গে বেড়েছে বাড়ি থেকে কাজ করার চাপটাও। তাই কাজ আর হোয়াটসঅ্যাপের মেসেজ দুটোকেই ব্যালেন্স করে চলতে পারছেন না অনেকেই। অনেক সময় এমন হচ্ছে যে কাজের মাঝে ঠিক সময় মতো আমরা কাউকে মেসেজ পাঠাতে ভুলে যাচ্ছি।

আরও পড়ুনঃ গুজব ছড়ালে লেবেল লাগাবে টুইটার

তখন মনে হচ্ছে, এমন যদি কোনও উপায় থাকে যেখানে মেসেজ সিডিউল করে রাখা যায়। তাহলে হয়ত অনেকটা সুবিধা হয়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের কাছে আমজনতার এই অনুরোধ পৌঁছেছে ঠিকই। কিন্তু এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে এরকম কোনো মেসেজ সিডিউলের ব্যবস্থা হয়নি।

তবে এমন কিছু থার্ড পার্টি অ্যাপ রয়েছে যার সাহায্যে গ্রাহকরা হোয়াটসঅ্যাপে মেসেজ সিডিউল করতে রাখতে পারবে। কিন্তু কিভাবে তা জানেন না? এবার তাহলে জেনে নিন কিভাবে মেসেজ সিডিউল করা সম্ভব।

অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে গুগল পে স্টোর থেকে ডাউনলোড করুন SKEDit অ্যাপ। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেখানে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করুন, চাইলে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন। এবার এই অ্যাপটি আপনার কাছে ফোনের পরিষেবা ব্যবহার করার জন্য অনুমতি চাইবে। এই তালিকা থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে হবে। এরপর এই অ্যাপের মাধ্যমেই আপনি পৌঁছে যাবেন নিজের হোয়াটসঅ্যাপে। এবার আপনি যাকে মেসেজ পাঠাতে চান, তাঁর নামে ক্লিক করুন। এবার মেসেজ লিখে তারিখ আর সময় ঠিক করে দিন। এখানে আপনি আরও একটি অপশন দেখতে পাবেন, সেটি হল ‘আস্ক মি বিফোর সেন্ডিং’, এটা ক্লিক করলে আপনার সিডিউল করা মেসেজটি পাঠানোর আগে আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি এই মেসেজটি পাঠাতে চান, যদি হ্যাঁ করেন তবেই মেসেজটি প্রেরিত হবে। আইওএস ব্যবহার করলে আপনার কোনও থার্ড পার্টি অ্যাপ লাগবে না। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ সিডিউল তৈরি করাটা আপনার কাছে অনেক সহজ হবে। তাহলে আর দেরি কিসের?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here