নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে তৃতীয়বারের জন্য জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২১৩ আসনে ক্ষমতায় আসার পর এবার বিধায়কদের দলীয় চাঁদা বৃদ্ধি করল দল। যেই চাঁদা ছিল ১০০০ টাকা তা একধাক্কায় দ্বিগুণ করে ২০০০ টাকা করা হয়েছে। যদিও এই টাকা খুব একটা বেশি নয় বলে মনে করছেন ওয়াকিমহল।
২০০১ সাল থেকে বিধায়করা ঘাসশিবিরের তহবিলে দিয়ে আসছিলেন মাসে ১০০০ টাকা। আগামী জুলাই মাস থেকে সেই তহবিলে এবার মাসে ২০০০ টাকা করে দিতে হবে তৃণমূল বিধায়কদের। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধায়কদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হবে সেই টাকা। বর্তমানে রাজ্য বিধানসভার একজন সদস্য বেতন-সহ সবরকম ভাতা মিলিয়ে প্রতি মাসে পান মোট ৮২ হাজার টাকা। এবার সেই টাকা ব্যাঙ্কে জমা পড়লেই সরাসরি তাদের অ্যাকাউন্ট থেকে মাসে ২০০০ টাকা কেটে নেওয়া হবে।
আরও পড়ুনঃ কোভিড আবহে বাড়ল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ
সূত্রে খবর, ২০১১ এবং ২০১৬তে ভোটে জেতার পরও দলীয় তহবিলের চাঁদার অঙ্ক বাড়ায়নি তৃণমূল। ২০০১ থেকে বিধায়কদের মাসিক দলীয় চাঁদা ১০০০ টাকাই ছিল। কিন্তু এখন জিনিসপত্রের দাম বেড়েছে অনেকেই। এদিকে দলকেও জাতীয় স্তরে নিয়ে যাওয়ার সকল চেষ্টা করছে দলের শীর্ষ নেতৃত্ব। ফলে বাড়ছে নানা খরচও। বর্তমানে তৃণমূলের বিধায়ক পদে রয়েছেন ২১২ জন। তাঁদের মধ্যে ১৬৫ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। বাকি কয়েকজন অতিমারির কারণে অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি। তবে সেগুলোও শীঘ্রই হয়ে যাবে বলে জানা গেছে।
তৃণমূলের টিকিটে জিতে আসা এবারের নতুন বিধায়কের সংখ্যা ৪৩। নতুনদের অনেকেরই লকডাউন-সহ বিভিন্ন কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি হয়নি। সেই প্রসঙ্গে তহবিলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব জানিয়েছেন, এই সমস্যা আগামী মাসের আগেই কেটে যাবে। আগামী ২ জুলাই থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন। প্রথম অধিবেশনেই বিধায়কদের কাছ থেকে এই চাঁদা নিয়ে নেবে দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584