নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কেন্দ্র সরকার ঘোষণা করে এনআরসি ও সিএএ নিয়ে।কেন্দ্র সরকারের আইন অনুযায়ী ভারতবর্ষের সমস্ত নাগরিককেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। না হলে তাদের ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখা হবে। এই বিষয়ে ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে ঘটে গিয়েছে বিভিন্ন ঘটনা। এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ জেলা লালগোলা থানার পীরতলা গ্রাম।
আরও পড়ুনঃবর্ষবরণের রাতে পথ দূর্ঘটনায় মৃত্যু তিন বাইক আরোহীর
আজ সকাল সাতটার সময় এনআরসির আতঙ্কে মৃত্যু হল এক ৭০ বছরের বৃদ্ধের। বৃদ্ধের নাম সাজ্জাদ শেখ পিতা মানিক শেখ। পরিবারের দাবি বেশ কিছুদিন থেকেই বিভিন্ন কাগজপত্র নিয়ে চিন্তায় চিন্তায় ছিল মৃত বৃদ্ধ। আজ সকালেও এই কাগজপত্র নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ করে মৃত্যু হয় ওই বৃদ্ধের। প্রতিবেশীদের কথাই সকালবেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে ব্রাশ করতে করতে কাগজপত্র নিয়ে কথা বলছিল বৃদ্ধ। খুব চিন্তায় ছিল ওই বৃদ্ধ। কাগজপত্র ঠিক করার জন্য এবং সমস্ত প্রয়োজনীয় কাগজ জোগাড় করার চিন্তায় চিন্তিত ছিল ওই বৃদ্ধ এমনটাই দাবি প্রতিবেশী থেকে পরিবারের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584