আজ আসামে এন আর সি রিপোর্টঃ আশঙ্কায় বাঙালীরা

0
185

ওয়েবডস্কঃ

আজ ৩০শে জুলাই প্রকাশিত হতে চলেছে  ন‍্যাশানাল  রেজিস্টার অফ সিটিজেন(NRC) বা জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত খসড়া। আর সূত্রের খবর, এই রিপোর্ট অনুযায়ী প্রায় দেড় কোটি মানুষ আসামের নাগরিকত্ব হারাতে পারে!

আসাম সরকারের দাবি, প্রচুর বাংলাভাষী বাংলাদেশ থেকে আসামে প্রবেশ করেছে। কিন্তু বাদ পড়ার শংকায় থাকা বাংলাভাষীরা দাবি করছেন যে এটা ইচ্ছাকৃত। তাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না।

গতবছর ৩১ ডিসেম্বর যে আংশিক খসড়া প্রকাশ করা হয়েছিল, তার মধ্যে বহু প্রকৃত ভারতীয় নাগরিকের নামই বাদ পড়েছিল। এদের অনেকেই পুরুষানুক্রমে আসামের বাসিন্দা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি। তবুও তাদের নামও যখন বাদ পড়ে, তখন আশঙ্কা তো থাকবেই সাধারণ মানুষের মধ্যে।

উল্লেখ্য, ১৯৫১ সালে এন.আর.সি’র প্রথম তালিকা তৈরি করে। সে তালিকায় যাদের নাম আছে কেবল তাদের বংশধরেরা আসামের নাগরিক হতে পারবে! এর পাশাপাশি বিবেচনা করা হবে ১৯৭১ সালের  নির্বাচন তালিকায় অন্তর্ভূক্ত থাকা ব্যক্তিদের বংশধরেরা। ২৪ সেপ্টেম্বর ১৯৭১ সালের আগের সময়ের নাগরিকত্বের প্রমাণ যারা দিতে পারবে তাদের বংশধরেরা এই তালিকায় স্হান পাবে।তাই অপেক্ষায় সারা দেশ, বিশেষ করে বাঙালীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here