ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ এক প্রশ্নের জবাবে বলেন যে, “এনআরসি প্রক্রিয়া সুপ্রীমকোর্টের নজরদারিতে হচ্ছে। এই প্রক্রিয়ায় কোনো ধর্মকে টার্গেট করা বা আলাদা করা হবেনা।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে সব ধর্মের মানুষকেই নিরাপত্তা দিয়েই “দেশব্যাপী এনআরসি’র প্রক্রিয়া সম্পন্ন হবে”।
NRC will cover everybody across India, irrespective of religion; different from Citizenship Amendment Bill: Amit Shah
Read @ANI Story | https://t.co/YYczKPHgWI pic.twitter.com/6KBhLXtDJx
— ANI Digital (@ani_digital) November 20, 2019
আরও পড়ুনঃ ইন্টারনেট বন্ধ গোটা ইরানে, বাতাসে বিক্ষোভের গন্ধ
আসামে এনআরসি’র ফাইনাল তালিকা থেকে বাদ পড়াদের সম্বন্ধে বলতে গিয়ে অমিত শাহ বলেন “যে সমস্ত মানুষের নাম ফাইনাল তালিকায় আসেনি তাদের ট্রাইব্যুনালে যাওয়ার রাস্তা খোলা আছে। যাদের আইনি খরচ বহন করা সম্ভব না, আসাম সরকার তাদের খরচ বহন করতে রাজি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584