প্রথমবার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের অধিকার পেতে চলছেন প্রবাসী ভারতীয়রা

0
66

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

election | newsfront.co
প্রতীকী চিত্র

প্রবাসী ভারতীয়রাই প্রথমবারের জন্য পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ভারতের নির্বাচন কমিশন আইন ও বিচার মন্ত্রকের কাছে জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এনআরআই ভোটারদের কাছে ব্যালট সিস্টেম (ইটিপিবিএস) বাড়ানোর জন্য প্রযুক্তিগত ও প্রশাসনিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকাতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের (এনআরআই) ভোট গ্রহণের প্রস্তাবটি কার্যকর করা হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ সরকারি অনুমোদনের দাবিতে নিশিগঞ্জ মহাবিদ্যালয়ে কর্ম বিরতি শিক্ষকদের

নির্বাচন কমিশনের প্রস্তাব যদি সরকার গ্রহণ করে তবে বিদেশে অবস্থিত ভারতীয়রা, যারা ভোট দেওয়ার যোগ্য, তাদের নির্বাচনের কমপক্ষে পাঁচ দিন পর রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে।

জানা গিয়েছে, গত সপ্তাহে এমইএর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ইসি প্রস্তাব পেয়েছিলেন যে ভারতীয় মিশনের একজন মনোনীত কর্মকর্তা ভোটারের পক্ষে ব্যালট পেপার ডাউনলোড করে তা হস্তান্তর করবেন।

ইলেকট্রনিকভাবে ব্যালট পেপার প্রেরণ করবে। এনআরআই ভোটাররা ব্যালট প্রিন্ট আউটগুলিতে তাদের পছন্দকে চিহ্নিত করবে এবং যে দেশে এনআরআই বসবাস করছে সেখানে ভারতের কনস্যুলার প্রতিনিধি দ্বারা নিযুক্ত একজন অফিসার কর্তৃক স্বঘোষণা পত্র প্রেরণ করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here