বিডেন প্রশাসনের সাথে ফোনালাপ রাজনাথ-দোভালের

0
95

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জো বিডেন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার এক সপ্তাহ পরে, দুই শীর্ষ মার্কিন আধিকারিক প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা জ্যাক সুলিভান বুধবার আলাদা আলাদাভাবে ফোনে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং এনএসএ অজিত দোভালের সঙ্গে।

Rajnath Singh | newsfront.co
ফাইল চিত্র

দোভাল-সুলিভানের আহ্বানে, বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে যেখানে তারা, “সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত”, “সামুদ্রিক সুরক্ষা”, “সাইবার সুরক্ষা” এবং “ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এবং এর বাইরেও শান্তি ও স্থিতিশীলতার” বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছে।

এই সব ইস্যু নিয়ে আলোচনায় একাধিকবার চিন এবং পাকিস্তানের প্রসঙ্গ আনা হয় ভারতের তরফে। মার্কিন প্রতিরক্ষা সচিব ও জাতীয় সুরক্ষা উপদেষ্টার সঙ্গে রাজনাথ-দোভালের এই ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ কারফিউ ঘিরে ভয়াবহ দাঙ্গা নেদারল্যান্ডসে

আমেরিকা প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মাত্র দু’দিন আগেই দায়িত্ব গ্রহণ করেছেন। এরপরই রাজনাথ সিং-এর সঙ্গে আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনটাই মত সব পক্ষের। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল সহযোগী- কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ন্যাটো এবং ব্রিটেনের সঙ্গেও কথা বলেছেন অস্টিন। মিত্রপক্ষের বাইরে ভারতই প্রথম দেশ যেখানে তিনি ফোনে আলাপ আলোচনা করেছেন মন্ত্রীদের সঙ্গে।

আরও পড়ুনঃ আন্দোলন থেকে সরলো দুই কৃষক সংগঠন

বিডেন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর ‘উষ্ণতম অভ্যর্থনা’ জানিয়েছিলেন মোদী। তিনি টুইটে লেখেন, “‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের জন্য জো বাইডেনকে উষ্ণতম অভ্যর্থনা।ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ককে মজবুত করতে তাঁর সঙ্গে কাজ করতে উদগ্রীব হয়ে আছি।”

বিডেনের আমলে ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়েও আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here