ডাঃ কাফিল খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

0
245

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

জাতীয় সুরক্ষা আইন ১৯৮০ তে আটক  ডাক্তার কাফিল খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনের আওতায় আনা অভিযোগও খণ্ডন হয়েছে।

জাতীয় সুরক্ষা আইনে তাঁকে আটকে রাখা হয়েছে ২৯ জানুয়ারি থেকে। সিটিজেনশিপ এমেন্ডমেন্ট আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে যখন, সেই সময় ডাঃ কাফিল খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ১০ জানুয়ারি এক সভায় নিজের বক্তব্য পেশ করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে বক্তব্যের বিষয় নিয়ে।

২৯ জানুয়ারি তাঁকে গ্রেফতার করা হয়, জাতীয় সুরক্ষা আইনে। আলিগড়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাঁর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন আরও তিন মাস লাগু রাখার নির্দেশ দেন।এরপরে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বিশেষ ক্ষমতা বলে ডাঃ খানের জেলে থাকার মেয়াদ আরও তিনমাস বাড়ানোর নির্দেশ দিলেন এবার; অর্থাৎ ডাঃ খানের জেলের সময়সীমা বেড়ে দাঁড়ালো ১৩ নভেম্বর ২০২০।

ডাঃ কাফিল খান প্রথমে সংবাদ শিরোনামে আসেন ২০১৭ সালে। গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু সংখ্যক শিশুমৃত্যুর ঘটনায়। সরকারি হাসপাতালের এই দুর্দশার ঘটনা সংবাদে উঠে আসে।সেখানে যতজন শিশুকে বাঁচানো গিয়েছিল তা সম্ভব হয়েছিল কারণ ডাঃ কাফিল খান ব্যক্তিগত উদ্যোগে কিছু অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছিলেন বলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here