পশ্চিম মেদিনীপুরে লাফিয়ে বাড়ছে এইডস্ আক্রান্তর সংখ্যা, একবছরে আক্রান্ত ৮৫১

0
30

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বিশ্ব এইডস দিবসে যতই প্রচার সতেন করা হোক না কেনো, রাজ্যের এইচআইভি আক্রান্তরা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ কর্মসুত্রে বাইরে গিয়ে ফিরে আসা লোকজনই বেশি আক্রান্ত হয়ে ছড়াচ্ছেন নিজের গ্রামে শহরে ৷ এই চিত্র সব থেকে বেশি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরে ৷ জেলাতে ২০১৮ তে যেখানে এই ভাইরাসে আক্রান্ত ছিলেন ৬৫২ জন, এবারে সেখানে ১৫০৩ জন ৷

নিজস্ব চিত্র

আরও নিখুঁত পরীক্ষা করতে রবিবার থেকে জেলাতে শুরু হল আইসিটিসি( ইন্টিগ্রেটেড কাউন্সিলিং টেস্টিং সেন্টার )৷ বাসস্ট্যান্ড,রেল ষ্টেশন এই সমস্ত স্থানেই এই ক্যাম্প করে সাধারনদের বিনামূল্যে রক্ত পরীক্ষা করে এইচাইভি সংক্রামিত কিনা দেখা হবে ৷

নিজস্ব চিত্র

১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয়েছে ৷ মূলত সচেতন করাটাই লক্ষ্য এই দিবসে ৷ পশ্চিম মেদিনীপুরে জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ এই দিবসের সচেতনা প্রচারে শোভাযাত্রা বের হয় ৷ মেদিনীপুর শহরের জেলা পরিষদ থেকে স্বাস্থ্য দফতরের কর্তারা কর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই শোভাযাত্রে বের করেন মেদিনীপুর শহরে ৷ পরে শহরের বিদ্যাসাগর হলে একটি সচেতক সেমিনারের আয়োজন করা হয় ৷

আরও পড়ুনঃ বিশ্ব এইডস দিবসে সচেতনতা পদযাত্রায় গৌতম দেব

দফতর সুত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমাতে এইআইভি পজেটিভ এর সংখ্যা সব থেকে বেশি বাড়ছে ৷ ঘাটাল দাসপুরের লোকজন কর্মসুত্রে বহিঃরাজ্যে বেশির ভাগ সময় থাকেন ৷বাইরে থেকে সেই মারণ ভাইরাস ছাড়াচ্ছে বিভিন্ন ভাবে ৷ বাড়ছে অন্যান্য স্থান গুলিতেও ৷ ২০১৮ এর ডিসেম্বর পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে এই রোগে আক্রান্তের সংখ্যা ৬৫২ জন ৷ এবার সেখানে ১৫০৩ জন ৷ যারমধ্যে রয়েছে যুবক যুবতী থেকে প্রসুতি অনেকেই ৷ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশচন্দ্র বেরা বলেন- এতো বেশি পরিমান শনাক্ত হওয়ার কারন বেশি করে সচেতন করা হয়েছিল, পরীক্ষার পরিসর বাড়ানো হয়েছে ৷ এবারও জেলা জুড়ে স্টেশন, বাসস্ট্যান়্ড ১৩ টি আইসিটিসি করা হচ্ছে ৷ সেখানে বিনামুল্যা জনসাধারনের পরীক্ষা করা হবে। শনাক্ত হলে গোপনে কাউন্সিলিং করা হবে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here