শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
মালশিয়াতে আটকে পড়া যুবক নুর আলম বাড়ি ফিরলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সহায়তায়। জানা গেছে মালয়েশিয়ায় ধৃত যুবক নুর আলম বুধবার রাত্রি সাড়ে নয়টা নাগাদ বুনিয়াদপুর স্টেশনে পৌঁছাতেই তাকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গক্রমে, কুশমন্ডি মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকার বাসিন্দা নুর আলম বিগত তিন বছর পূর্বে মালয়েশিয়ায় গিয়েছিল কাজের সন্ধানে। সেখানে তার কাজের সূত্রে পাওয়া ভিসার মেয়াদ শেষ হওয়ায় সে গ্রেফতার হয়।
আরও পড়ুনঃ জলঙ্গীতে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সাংসদ
গত আড়াই মাস ধরে মালয়েশিইয়ায় সে বন্দী ছিল । এরপর গত মাসে বালুঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার কুশুমন্ডী গেলে সাংসদের কাছে সাহায্যের কাতর আর্জি জানিয়ে ছেলেকে দেশে ফেরানোর আবেদন জানান নুর আলমের মা।
এরপরই সংসদ উদ্যোগী হয়ে স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে নুর আলমকে দেশে ফেরাতে উদ্যোগী হন। গতকাল সংসদের প্রচেষ্টার ফলস্বরূপ নূর আলমকে দেশে ফেরানো সম্ভব হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584