শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
নার্সারি থেকে জীবনে বাঁচার প্রেরনা পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার স্মৃতি দেবী।৬ বছর আগে পথদুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর ধ্বংস হয়ে গিয়েছিল তার জীবন। নার্সারি গাছের মাঝেই ফিরে পান ছেলে অনুরাগকে।শুধু নিজে নয় স্বনির্ভর করছেন এলাকার মহিলাদের।
পরিবেশ কে রক্ষা করে গাছ।আর এই গাছকে অবলম্বন করে যে জীবন সংগ্রাম লড়া যায় তা প্রমান করেছেন স্মৃতি বিশ্বাস।দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের স্মৃতি বিশ্বাসের এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছয় বছরের শিশুপুত্র এক অ্যাকসিডেন্টে মারা যাওয়ার পর তার পরিবার মানসিক ভাবে ও আর্থিক ভাবে ভেঙ্গে পড়েন।
আরও পড়ুনঃ বসুন্ধরা রক্ষার্থে গ্রামের নার্সারিতে বিভিন্ন গাছের চাষ
সে সময় তিনি তার মেয়ের মুখের দিকে তাকিয়ে বাড়ির ছাদেই শৌখিন গাছ তৈরী করে নিজে সামলানোর চেষ্টা করেন।তার তৈরি গাছ দেখে তার শুভানুধ্যায়ীরা তাকে নার্শারি তৈরীর পরামর্শ দেন।সেই সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসে দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ানে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
স্মৃতি দেবী তার মৃত ছেলের নামে তৈরী করেন অনুরাগ নার্শারি।ফলে এই নার্সারিকে আকরে ধরে স্মৃতি বিশ্বাস তার আর্থিক ও মানসিক সমস্যার সমাধানে সক্ষম হন।স্মৃতি দেবীর নার্শারিতে তৈরি গাছের একটা বিশাল অংশের খরিদদার হল দক্ষিণ দিনাজপুর জেলার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।স্মৃতি দেবী এই অনুরাগ নার্শারি কে সাথী করে নিজেকে যেমন সাবলম্বী করেছেন দিয়েছেন অন্যদেরও কর্মসংস্থান দিয়েছেন।এই কর্মদ্যোগী মহিলা প্রমান করেছেন মেয়েরা দশভুজা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584