শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কিছুদিন আগেই ৬৯ তম করোনা হাসপাতাল হিসেবে যাদবপুরের কেপিসি হাসপাতালকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা না করেই করোনা চিকিৎসা করতে বলা হচ্ছে, এমন অভিযোগ তুলে সোমবার দুপুর থেকে পর্যায়ক্রমে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করলেন কেপিসি হাসপাতালের ২৫০ জন নার্স এবং ২০০ জন স্বাস্থ্যকর্মী। ফলে ব্যহত হয় হাসপাতালের স্বাভাবিক পরিষেবা।
বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা চিকিৎসা করতে বলা হলেও মিলছে না পিপিই, মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার। কখনও একই পিপিই একাধিক বার পরে কাজ করতে হচ্ছে। আবার কখনও পিপিই ছাড়াই ডিউটি করতে হচ্ছে। এই রকমই নানান অভিযোগে তুলে কর্মবিরতিতে সামিল হন কেপিসি মেডিক্যাল কলেজের নার্স স্বাস্থ্য কর্মীরা। কেপিসি মেডিক্যাল কলেজের চেয়ারম্যানের ঘরের সামনে তারা অবস্থান বিক্ষোভ করতে থাকেন।
আরও পড়ুনঃ করোনার উপসর্গ নিয়ে মৃত্যু কনস্টেবলের, ক্ষোভে গরফা থানা ভাঙচুর করল পুলিশকর্মীরাই
এই নিয়ে ওই হাসপাতালের চেয়ারম্যান কালীপ্রদীপ চৌধুরী বলেন, সকলের সঙ্গে বৈঠক করা হয়েছে। নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যভবন থেকে আমাদের যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সেভাবে আমাদের চলতে হবে। তবে ওনাদের সমস্যা যাতে কমানো যায়, সেটা চেষ্টা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584