ত্রাণের দাবিতে অশান্ত বাদুড়িয়া, সাংসদের নাচের পোস্ট ঘিরে উঠছে প্রশ্ন

0
246

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

পশ্চিমবঙ্গে প্রকট হয়েছে করোনা ভাইরাস। বিশ্বব্যাপী এই অসুখে প্রায় স্তব্ধ জনজীবন। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। খাদ্যসংকটে পড়েছেন বহু মানুষ। এহেন পরিস্থিতিতে ত্রাণের ব্যবস্থা করেছে রাজ্যসরকার।

Nusrat Jahan | newsfront.co
সোশ্যাল মিডিয়ায় সাংসদের উদ্দাম নাচের স্ক্রিনশট

সম্প্রতি নুসরতের সংসদীয় এলাকা বাদুড়িয়ার ৯ নম্বর ওয়ার্ডের জোড়া অশ্বত্থতলায় ত্রাণ না দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামেন এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান বাদুড়িয়া থানার পুলিশ। সেইসময়ই জনতা পুলিশের সংঘর্ষে মাথা ফাটে বাদুড়িয়া থানার ওসি বাপ্পা মিত্রের। পাশাপাশি বিক্ষোভকারীদের ছোঁড়া ইট, পাথরের ঘায়ে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।

এরপর ওই এলাকায় আসে বিরাট পুলিশবাহিনী। চলে ধরপাকড়। ভয়ে ওই এলাকা থেকে পালিয়ে যান কিছুজন। বাদুড়িয়ার এই ঘটনা সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতেও। এমতাবস্থায় টিকটক করছেন সাংসদ নুসরত।নুসরতের সেই টিকটক ভিডিও নিয়ে সরগরম নেটদুনিয়ায়।

Baduria clash | newsfront.co
ত্রানের দাবিতে বাদুড়িয়ায় সেদিনের সংঘাত। ফাইল চিত্র

আরও পড়ুনঃ আর কোন তথ্য নয় কেন্দ্রীয় প্রতিনিধি দলকেঃ মুখ্যসচিব

নুসরতে সাংসদ পদে মনোনীত হওয়ার দিন থেকেই এখনও পর্যন্ত সঙ্গ ছাড়েনি ট্রোল। বর্তমানে করোনা পরিস্থিতিতেও সাংসদের এহেন আচরণ মেনে নেয়নি নেটিজেনরা। নীল রঙের ক্রপ টপ, ডেনিম জিন্সের হট প্যান্ট পরে ‘আই এম এ স্যাভেজ, ক্লাসি, বুঁজি…’ গানে নাচে মেতেছেন নুসরত জাহান।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিও। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই কটাক্ষ করে নেটিজেনরা বলেন, করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। ঘরবন্দি মানুষ, মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, সেদিকে নজর না দিয়ে সোশ্যাল মিডিয়ায় মত্ত সাংসদ।

নুসরতের সাংসদীয় এলাকা রণক্ষেত্রের রূপ নিলেও ভ্রুক্ষেপ নেই সাংসদের। এই ঘটনা ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। সাংসদের এরকম কাজে ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here