শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা পরিস্থিতিতে অন্যান্য শিল্পের মত শোচনীয় অবস্থা হয়েছিল বিনোদন শিল্পেরও। সিনেমার মতো কিছু ক্ষেত্রে ওয়েব সিরিজে রিলিজ করলেও তাতে লাভ হচ্ছিল না সিনেমা হল কর্মী থেকে ডিস্ট্রিবিউটরদের।
আবার একই ভাবে নাটক, থিয়েটার-সহ গান, বাজনা, নৃত্য বা ম্যাজিক শো-র সঙ্গে যুক্ত লোকজনও সমস্যায় পড়েছিলেন। সরকার আর্থিক সুরাহা দেওয়ার চেষ্টা করলেও তাতে সমস্যা মেটেনি। তবে এবার তাদের সমস্যার সমাধানে সক্রিয় হলেন মুখ্যমন্ত্রী।
To return to normalcy, Jatras, Plays, OATs, Cinemas & all musical, dance, recital & magic shows shall be allowed to function with 50 participants or less from 1 Oct, subject to adherence to physical distancing norms, wearing of masks & compliance to precautionary protocols.
— Mamata Banerjee (@MamataOfficial) September 26, 2020
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, সব কিছুই যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, তার সঙ্গে তাল মিলিয়ে এবার যাত্রা, নাটক, খোলা মঞ্চে থিয়েটার, সিনেমা, সঙ্গীত অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি বা ম্যাজিক শো— সব কিছুই এবার চালু হতে পারে।
আরও পড়ুনঃ লন্ডনের দুর্গাপুজোর থিম সং বানালেন বাংলার দুই শিল্পী
আগামী ১ অক্টোবর থেকে শারীরিক দূরত্ববিধি–সহ অন্য স্বাস্থ্যবিধি মেনে এগুলি চালু করা যেতে পারে। দর্শক, অংশগ্রহণকারী মিলিয়ে সর্বাধিক ৫০ জন থাকতে পারবে বলে জানানো হয়েছে। মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক থাকবে।
এমনিতেই করেনার কারণে দীর্ঘদিন লকডাউনে থেকে মানসিক ভাবে বিধ্বস্ত বহু সাধারণ মানুষও। পার্ক বা জিম খোলা হলেও পর্যটন সম্পূর্ণ বন্ধ থাকায় মনমেজাজ ভাল নেই অনেকেরই। এদিকে দুর্গাপুজো করা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারেও চিন্তাভাবনা করছে প্রশাসন। আর এবার বিনোদন জগতের জন্য রুদ্ধদ্বার খুলে দিলেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584